চরম বিপাকে ‘কালীঘাটের কাকু’, এবার সুজয়কৃষ্ণের নাম জড়ালো আরেক কাণ্ডে, কী করবে ED?

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতির নবতম সংযোজন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। তাকে নিয়েই জোর চর্চা সর্বত্র। সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে তার বিষয়ে। এরই মধ্যে এবার ‘কালীঘাটের কাকু’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি একটি ডায়েরি তাদের হাতে এসেছে। যেই ডায়েরিটি উদ্ধার হয়েছে কালীঘাটের কাকুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে। যিনিও দুর্নীতিকাণ্ডে যুক্ত বলে সন্দেহ ইডির। গোয়েন্দাদের দাবি, শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে বাজার থেকে তোলা প্রায় ১০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে হাতবদল হয়েছে। আর সেই বিপুল পরিমান টাকার অনেক হিসাবই লেখা রয়েছে ওই ডায়েরিতে।

সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই খবর, ওই ডায়েরিতে সাংকেতিক ভাষায় বেশ কিছু ব্যক্তির নামও লেখা রয়েছে, যাদের বিস্তারিত পরিচয় ইতিমধ্যেই সুজয়-ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে। ওই ডায়েরি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের দাবি, ২০১৮ সালের পর থেকে নিয়োগ দুর্নীতির কালো টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশের নানা সংস্থায় রাখা হয়।

পরে ওই সংস্থাগুলির থেকে ঋণ নেওয়া হয়েছে বলে দেখা গিয়েছে। যা ডায়েরিতে লেখা নথিতে লেখা রয়েছে। যেই অর্থ সুজয়ের বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে ইডির দাবি। আর এভাবে হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাচার এবং বিদেশ থেকে ওই টাকা সুজয়ের বিভিন্ন সংস্থায় ঋণ বাবদ ফেরত আনার পিছনে ছিলেন এক যুব নেতা। ইডির দাবি তিনি এখন পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।

sujay

তদন্তকারীদের দাবি, তৃণমূলের যুব নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই একই মামলাতে ধৃত জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দোপাধ্যায়ের সঙ্গেও যে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তারও প্রমাণ পেয়েছে ইডি। ইডির দাবি সুজয় তার চারটি সংস্থা, ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটি ট্রাস্টের মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করেছেন। ওই ডায়েরির নথির ভিত্তিতে কাকুকে জেরা করেছে ইডি। এবার পরবর্তীতে তদন্ত কোন নতুন মোড় নেয় সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর