‘ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে’, মোদিকে দেখেই গেয়ে উঠলেন মিশরের মুসলিম মহিলারা! তেরঙ্গা উড়িয়ে স্বাগত নমোকে

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শনিবার নিজের তিনদিনের আমেরিকা সফর শেষ করে মিশরের (Egypt) রাজকীয় যাত্রাতে পৌঁছেছেন। মিশরের রাজধানী কায়রোতে তাঁকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়।

এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে হাজির হন মিশরের প্রধানমন্ত্রী। এখানে প্রবল উচ্ছাসের সঙ্গে দুই নেতার সাক্ষাৎ হয়েছে। সেখানকার পারম্পরিক ঐতিহ্যবাহী ব্যান্ড বাজিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে স্বাগত জানানো হয়েছে এবং তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়।

শনিবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। পরে হোটেলে তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা তরুণীরা মোদির উদ্দেশে গানও করেন। মোদিকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে।’ ‘শোলে’ ছবির ওই গান শুনে বিস্মিত হন মোদিও। গান শুনে হাততালি দিয়ে ওঠেন তিনি। বলে ওঠেন, ‘কেউই বুঝতে পারবে না আপনি মিশরের মেয়ে না ভারতের মেয়ে!’ সেই তরুণী জানান, তিনি কোনওদিন ভারতে যাননি। হিন্দি জানেন সামান্য়ই। তা শুনে আরও অবাক হয়ে যান প্রধানমন্ত্রী।

modi 2

এদিন মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোদি। কথা বলেন শীর্ষ ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে। দু’দেশের বাণিজ্য সম্পর্ক ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কী করে আরও মজবুত করা যায় আলোচনা হয়েছে তা নিয়ে। পরে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পিরামিডের দেশে বহু কর্মসূচি রয়েছে তাঁর। দু’দিনের সফরশেষে ভারতে ফিরবেন তিনি। উল্লেখ্য, ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে গিয়েছেন।

রাষ্ট্রপতি অল-সিসির নিমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি মিশরের দুদিনের সফরে পৌঁছেছেন। সেখানে ২৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী প্রথম মিশরের দ্বিপাক্ষিক যাত্রা করেন। প্রধানমন্ত্রী মোদির কায়েরোতে নামার পর টুইট করেছেন, ‘আমার বিশ্বাস রয়েছে যে এই যাত্রা মিশরের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করবে। প্রধানমন্ত্রী লিখেছেন যে, ‘এয়ারপোর্টে আমাকে স্বাগত জানানোর জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছিল।’

রবিবার মিশরের রাষ্ট্রপতি অল সিসির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজের সমকক্ষ মিশরের মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে একটি রাউন্ড টেবিল বৈঠকে শামিল হবেন। এরপরে প্রধানমন্ত্রী মোদি মিশরের গ্র্যান্ড মুফতি ডঃ সাংকি ইব্রাহিম আব্দুল কারিম আল্লাম এর সঙ্গে দেখা করবেন এবং এরপর মিশরের বিশিষ্ট বুদ্ধিজীবীদের সঙ্গেও দেখা করবেন।

Sudipto

সম্পর্কিত খবর