আর নেই চিন্তা! এবার LIC-র এই স্কিমে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে মেয়ের বিয়েতে পেয়ে যান ২৭ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: দেশের লক্ষ লক্ষ মানুষ আজও সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীনতম বীমা সংস্থা LIC (Life Insurance Corporation of India)-র ওপর চোখ বন্ধ করে ভরসা করেন। বিনিয়োগকারীদের কাছে সবসময় পছন্দের তালিকায় এক্কেবারে প্রথম সারিতেই থাকে LIC। পাশাপাশি, গ্রাহকদের জন্য কিছু সময় অন্তর অন্তর বিভিন্ন উপযোগী স্কিমও নিয়ে আসে এই সংস্থা।

বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেইরকমই এক স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাধারণত কন্যাদের বিবাহের জন্য সবসময় চিন্তিত থাকেন তাদের বাবা-মা। পাশাপাশি বিবাহের বিপুল খরচ নিয়েও উদ্বেগে থাকেন তাঁরা। প্রত্যেকেই চান ধুমধাম করে তাঁদের কন্যার বিয়ে দিতে।

এবার সেই চিন্তার অবসান ঘটাতেই একটি দুর্দান্ত স্কিম নিয়ে এল LIC। এই পলিসিটির নাম হল LIC Kanyadan Policy। এই পলিসিটি বিশেষভাবে কন্যাদের বিয়ের খরচের পরিকল্পনা করার জন্য গ্রাহকদের কাছে নিয়ে আসা হয়েছে।

এই স্কিমটি সর্বনিম্ন ১৩ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের জন্য নেওয়া যেতে পারে। পাশাপাশি, এই স্কিম থেকে প্রাপ্ত টাকা আপনি আপনার কন্যা সন্তানের লেখাপড়া এবং বিয়ে উভয়ের জন্যই ব্যবহার করতে পারবেন। এই পলিসি নেওয়ার সময় কন্যার পিতার বয়স ৩০ বছরের বেশি হতে হবে। পাশাপাশি, শিশুর বয়স কমপক্ষে ১ বছর হতে হবে। এছাড়াও, এই পলিসিতে আপনাকে ২২ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে এবং বাকি ৩ বছরের জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না।

কন্যাদান পলিসিতে, আপনাকে প্রতিদিন ১২১ টাকা বিনিয়োগ করতে হবে। যার ফলে ৩,৬৩০ টাকার মাসিক প্রিমিয়াম দিতে হবে। পাশাপাশি, ২৫ বছর পর আপনি LIC কন্যাদান পলিসির অধীনে ২৭ লক্ষ টাকা পাবেন। অন্যদিকে, পলিসিহোল্ডার পলিসি চলাকালীন মারা গেলে পরিবারকে কোনো প্রিমিয়াম দিতে হবে না।

উপরন্তু দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পরিবার ১০ লক্ষ টাকা পাবে। এছাড়াও, বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে মৃত্যু হলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এমনকি, ম্যাচুরিটি পর্যন্ত পরিবার প্রতি বছর ৫০,০০০ টাকা পাবে। এই পলিসিতে একটি ডেথ বেনিফিট অন্তর্ভুক্ত রয়েছে।

LIC PTI

LIC কন্যাদান পলিসির সুবিধা নিতে, আপনাকে এটির জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। এছাড়াও, আপনার আধার কার্ড, আয়ের শংসাপত্র, আইডি প্রুফ, ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে। পাশাপাশি, আপনাকে পলিসির প্রথম প্রিমিয়াম সহ একটি আবেদনপত্র এবং কন্যার জন্ম শংসাপত্র জমা দিতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর