বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। হাতে গোনা দিন কয়েকের অপেক্ষা মাত্র। এই আবহেই ভোট (Panchayat Elections 2023) প্রচারে নেমে স্বভাবসিদ্ধভাবেই রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও জেলা পুলিশকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার শুভেন্দুর নিশানায় ছিল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার।
বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ সুপার অমরনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হেঁটেছেন। এই ইস্যুকে হাতিয়ার করে ওই সুপারের নামে কমিশনে জানানোর হুঁশিয়ারির দেন শুভেন্দু। পাশাপাশি হাইকোর্টে মামলা করবেন বলেও সাফ জানান শুভেন্দু অধিকারী।
রবিবার বিজেপি প্রার্থীদের সমর্থনে নিজের গড় নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রার্থী পরিচিতির জন্য এক সভা রাখেন নন্দীগ্রাম বিধায়ক। সেখান থেকেই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “এমন কাউকে দিয়ে কী করে ভোট করানো যায়? নির্বাচন কমিশন যদি তাকে না সরায় তাহলে অভিষেকের মিছিলে হাঁটার ছবি নিয়ে কোর্টে যাব।”
এরপরই ভোটের দফা নিয়ে কথা শোনা যায় দলনেতার গলায়। বলেন, কেন্দ্র যে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েছে তাতে তিন দফায় ভাগ করে পঞ্চায়েত ভোট করানো দরকার। এরপর ডেডলাইন দিয়ে শুভেন্দুর কড়া হুঁশিয়ারি, “বুধবার পর্যন্ত অপেক্ষা করুন।” এদিন শুভেন্দু আরও বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে ৫০০ টাকা নয়, ২ হাজার টাকা করে দেওয়া হবে।
এই প্রসঙ্গে প্রতিশ্রুতি দিয়ে বিরোধী দলনেতা বলেন, “আমাদের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মাতৃশক্তিকে ৩ হাজার টাকা করে দেন। আমাদের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ঢাক ঢোল বাজান না, ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যেদিন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে ৫০০ নয়, রাজ্য সভাপতি ঘোষণা করেছেন, আমিও তার সাথী ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীকে দেব।”
ভোট গণনার সময় তিনি সুরক্ষার দায়িত্বে থাকবেন বলেও মন্তব্য করেন। বলেন, “ভোটের দিন নন্দীগ্রামে থাকব, ভোট দেব, রাত জাগব। নিজেরা সিসিটিভি লাগাব, গণনার দিনও সুরক্ষা দেব।” বিরোধীদের পাটনা বৈঠক নিয়েও আক্রমণ করেন শুভেন্দু। বলেন, “বাংলায় কুস্তি আর পটনায় দোস্তি। ওখানে খোস গল্প, কফি খাওয়া হচ্ছে।”