বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতায় (Kolkata)। সকাল থেকেই তিলোত্তমার মন ভার। তবে বেলা যতই বাড়ছে ততই ঘনাচ্ছে অন্ধকার। আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, কলকাতায় সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দিনভর। দুপুর গড়াতেই বৃষ্টির পরিমান আরও বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দিনভর বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণের একাধিক জেলায় বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর তিনটে অবধি চলবে ঝড়-বৃষ্টির তান্ডব।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল জেলাতেই। সেই সঙ্গে বইতে পারে হাওয়া। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশেপাশের জেলায়। সেই কারণে কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ। বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে।
দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এই জেলাগুলির তাপমাত্রাও কমবে তিন থেকে চার ডিগ্রি।