ব্যাপক সাফল্য! মাত্র এক বছরেই পদ্মা সেতুর আয় ৬০০ কোটি টাকা

বাংলাহান্ট ডেস্ক : ব্যাপক সফলতা পেল বাংলাদেশ সরকার (Bangladesh Government)। পদ্মা সেতুর (Padma Bridge) হাত ধরে হল লক্ষী লাভ। শেখ হাসিনার (Sekh Hasina) গর্বের সেতু চালুর এক বছর পূর্তি হয়েছে ২৫ শে জুন অর্থাৎ রবিবার। আর এক বছরের মধ্যেই টোল আদায়ের অংকে হাসি ফুটেছে শেখ হাসিনা সরকারের। সূত্রের খবর, গত শুক্রবার পর্যন্ত পদ্মা সেতু থেকে মোট ৬০৬ কোটি টাকা টোল আদায় করেছে সে দেশের সরকার।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ শে জুন থেকে শুরু হয়ে যায় যান চলাচল। পদ্মা সেতু তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ওপার বাংলার সরকার। সেতুতে যান চলাচল শুরু হতেই টোল আদায়ে ব্যাপক সাড়া পেয়েছিল বাংলাদেশ প্রশাসন।

সেতু চালুর প্রথম দিনেই টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার ৮৫০ টাকা। আর এতেই চওড়া হাসি ফুটেছিল প্রধানমন্ত্রীর মুখে। এক বছর যেতে না যেতেই ঘরে এল ৬০৬ কোটি টাকা। আগামী দিনে এই আয়ের অংকটা আরও বাড়তে পারে বলেই আশাবাদী শেখ হাসিনা সরকার।

padma bridge

একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই এক বছরে মোট ৫৬ লক্ষ্যেরও বেশি যান চলাচল করেছে পদ্মা সেতু দিয়ে। আসলে এই সেতু ঘিরে প্রথম থেকেই উন্মাদনা ছিল বাংলাদেশের মানুষের মনে। সেতু চালু হতেই আনন্দের বাঁধ ভেঙেছিল ওপার বাংলায়। তবে কেবলমাত্র বাংলাদেশ নয় পদ্মা সেতু নিয়ে কৌতুহল তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও।

আসলে এই সেতুর ফলে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে খুব সহজেই এই সেতু ব্যবহার করে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দারা যাতায়াত করতে পারেন। সূত্রের খবর, ঢাকার সায়দাবাদ পার হওয়ার পর থেকে মাত্র তিন চার ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় বরিশাল। এমনকি চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় খুলনায়। আর তাই বাংলাদেশের মানুষের কাছে এটি প্রধানমন্ত্রীর দেওয়া সবচেয়ে ভালো উপহার।

additiya

সম্পর্কিত খবর