এবার বেকারদের খুলবে কপাল, মোদীর সাথে হাত মেলাতেই বড় ঘোষনা করল Amazon

বাংলা হান্ট ডেস্ক: এবার অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা Amazon একটি বড়সড় ঘোষণা করেছে। যার জেরে প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছে ভারত (India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থাটি আগামী ৭ বছরে ভারতে আরও ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে ভারতে সংশ্লিষ্ট সংস্থার মোট বিনিয়োগের পরিমাণ হবে ২৬ বিলিয়ন ডলার। ইতিমধ্যেই সংস্থার CEO অ্যান্ডি জেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর মার্কিন সফরের সময় এই কথা জানান এবং ২০৩০ সালের মধ্যে ভারতে ২০ লক্ষ চাকরি তৈরি করার ঘোষণা করেন।

মূলত, তিনি ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করেন এবং তারপরেই ভারতে বিশাল বিনিয়োগের ঘোষণা করেন। Amazon-এর ব্লগ পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি আগামী ৭ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। শুধু তাই নয়, তারা ভারতে ২০ লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে। পাশাপাশি, অ্যান্ডি জেসি তাঁর টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা সম্পর্কিত একটি পোস্টও করেছেন। যেখানে এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে যে, তারা ১০ লক্ষেরও বেশি ছোট শিল্পকে ডিজিটাল করার প্রতিশ্রুতি দিয়েছে। এর পাশাপাশি ২০৩০ সালের মিধ্যে ভারতে ২০ লক্ষেরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার বিষয়টিও সামনে আনা হয়েছে। সংস্থাটি বলেছে যে, তারা এখনও পর্যন্ত ৬২ লক্ষেরও বেশি ছোট ব্যবসাকে ডিজিটালাইজ করেছে। যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৩ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Amazon সম্প্রতি ভারতে তার পরিষেবার ১০ বছর পূর্ণ করেছে। সংস্থার মতে, তারা প্রথমে কয়েকশো বিক্রেতার সাথে তাদের কার্যক্রম শুরু করেছিল। তবে, বর্তমানে সংস্থাটি দাবি করেছে যে তারা ১৩ লক্ষ ব্যবসা তাদের সাথে যুক্ত করেছে এবং ওই ব্যবসাগুলির মাধ্যমে কোটি কোটি টাকার পণ্য বিক্রি করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর