বাংলা হান্ট ডেস্ক: FMCG সেক্টরের অন্যতম বৃহৎ সংস্থা টাটা কনজিউমার প্রোডাক্টসের (Tata Consumer Products) শেয়ার সোমবার লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে এই স্টক ২.২২ শতাংশ বৃদ্ধির সাথে ৮৫৯.৫৫ টাকায় ট্রেড করছে। মূলত, ব্রোকারেজ ফার্ম সিটি, টাটা কনজিউমার প্রোডাক্টসের কভারেজ শুরু করেছে। আর এই কারণেই শেয়ারটির প্রসঙ্গে বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব স্পষ্ট হয়েছে।
২১ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা: উল্লেখ্য যে, ইতিমধ্যেই ব্রোকারেজ ফার্ম সিটি এই স্টকের জন্য ১,০২০ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে। এই পরিসংখ্যান অনুযায়ী, গত শুক্রবারের শেষ মূল্যের তুলনায় টাটা কনজিউমার প্রোডাক্টসের শেয়ারে ২১ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মূলত এই স্টকের ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৮৭৭.২০ টাকা এবং ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৬৮৬.৬০ টাকা।
এদিকে, নুওয়ামা ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ নামের অন্য আরেকটি ব্রোকারেজ হাউসও FMCG কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্টসকে পছন্দের স্টক হিসেবে বেছে নিয়েছে। এদিকে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস এই স্টকের উপর তার টার্গেট প্রাইস ৩.৩ শতাংশ বাড়িয়ে ৯২৫ টাকা করেছে।
ব্রোকারেজ ফার্ম শক্তিশালী বৃদ্ধি আশা করছে: এদিকে, ব্রোকারেজ ফার্ম আশা করছে যে, লোকাল প্লেয়ার্সদের মাধ্যমে বাজারে অংশীদারিত্বে বৃদ্ধি ও নতুন প্রোডাক্ট এবং ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণের মাধ্যমে কোম্পানির জন্য শক্তিশালী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, ব্রোকারেজ ফার্মের আরও অনুমান যে কোম্পানিটি তার কোর ক্যাটাগরিতে অবস্থান শক্তিশালী করবে। যার ফলে কোম্পানির মোট বিক্রয় ২৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যা পূর্বে ১৫ শতাংশ ছিল।
এদিকে, FY23-26-এর জন্য সিটির অনুমান অনুসারে, টাটা কনজিউমারের রেভিনিউ ১২ শতাংশের একটি চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার (CAGR) অর্জন করবে বলে অনুমান করা হচ্ছে। একই সময়ে কোম্পানির অপারেটিং প্রফিট (EBITDA) ১৭ শতাংশ এবং নিট প্রফিট ২২ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে।
এগুলি ঝুঁকির কারণ হতে পারে: তবে, বেশ কিছু ঝুঁকির বিষয়ও রয়েছে। যা একটি FMCG কোম্পানির বৃদ্ধির সম্ভাবনাকে বাধা দিতে পারে। ব্রোকারেজ ফার্মের মতে, এল নিনোর কারণে ডিমান্ড রিকভারিতে সম্ভাব্য দেরি, কমোডিটি কস্ট এবং ফরেন এক্সচেঞ্জ রেটে অস্থিরতা ও কম্পেটিটিভ ইন্টেন্সিটিতে বৃদ্ধির মতো বিষয় মূল ঝুঁকির মধ্যে পড়ে।
শেয়ারের পারফরম্যান্স কেমন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা কনজিউমার প্রোডাক্টসের শেয়ার গত এক মাসে ৮ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি, গত ৬ মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ। চলতি বছরে এখনও পর্যন্ত এই কোম্পানির শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, গত এক বছরে এটি ১৮ শতাংশ রিটার্ন দিয়েছে।