বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক, কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সর্বশাস্ত্রজ্ঞ চাণক্যের (Chanakya) উল্লেখ পাওয়া যায় ইতিহাসের পাতায়। অনেকেই হয়তো জানেন, কূটনীতিতে দক্ষতার জেরে তিনি পরিচিত কৌটিল্য নামেও। তাঁর রচিত চাণক্য নীতি (Sampurna chanakya neeti) গ্রন্থে জীবনের সাফল্য লাভ করার নানান উপায় পাওয়া যায়। বছরের পর বছর ধরে আমাদের জীবনে চাণক্যের উপদেশের প্রাসঙ্গিকতা রয়েছে।
অনেকেরই মতে, যেকোনো সমস্যার সমাধান রয়েছে চাণক্য নীতিতে। চাকরিতে কিভাবে সফলতা পাবেন, কিভাবে সংসারে ফিরে আসবে সুখ, কোন ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত, কারা ভবিষ্যতে সফলতা পাবেন না এই সমস্ত বিষয় জানা যায় চাণক্য নীতি থেকে। আজকের এই প্রতিবেদনেও আমরা তুলে ধরব এমনই একটি বিষয়।
চাণক্য নীতি অনুযায়ী, আমাদের আশেপাশেই এমন দু ধরনের মানুষ রয়েছেন যারা ভবিষ্যতে কখনই সফলতা অর্জন করতে পারবেন না। কেন এ কথা বলেছিলেন কূটনীতিবিদ চাণক্য সেই ব্যাখাও তিনি দিয়েছেন তার নীতিতে। চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের মানুষ জীবনে হতে পারবেন না সফল।
অনর্থক চিন্তা :
আমাদের আশেপাশে এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা চিন্তার মাধ্যমে সফলতা অর্জন করতে চান। এই সমস্ত মানুষেরা ভবিষ্যতের জন্য তাদের মনে নানান রকম পরিকল্পনা করলেও বাস্তবে কিন্তু কোন পদক্ষেপ নিতেই পারেননা। চাণক্য নীতি অনুযায়ী, এই ধরনের মানুষেরা কোনদিন সফল হতে পারবেননা।
অগোছালো কাজ
খুব ভালো করে দেখবেন আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা কখনই কোন জিনিস নিয়ে চিন্তা করেন না। আচার্য চাণক্যমতে এই ধরনের মানুষরাও কখনও সফল হতে পারবেন না। আসলে সফলতা পাওয়ার জন্য আমাদের একটি লক্ষ্য ঠিক করতে হয়। সেই লক্ষ্য মাফিক পরিকল্পনা করলে তবে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। তবে যদি কোন ব্যক্তির অগোছালো ভাব থাকে তাহলে তার জীবনে দেখা দিতে পারে নানান সমস্যা। তাই এ ধরনের মানুষেরা কখনও সফলতা পান না।