সিরিয়ালের ঝগড়া গড়াল বাস্তবে, মুখ দেখাদেখি বন্ধ ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি-স্বস্তিকার

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় এখন চর্চার কেন্দ্রে একটা নাম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। একগুচ্ছ সিরিয়ালের মধ্যে সবথেকে বেশি টিআরপি নিয়ে বাংলার সেরা সিরিয়ালের তকমা দখল করে বসে রয়েছে স্টার জলসা চ্যানেলের এই মেগা। মাঝে মধ্যে টিআরপির হেরফেরে সিংহাসন হাতছাড়া হলেও আবার তা ছিনিয়ে নিতে জুড়ি মেলা ভার অনুরাগের ছোঁয়ার। 

সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য দীপা ছোটপর্দার জনপ্রিয় জুটি গুলির মধ্যে রয়েছে এক নম্বরে। তাঁদের অনস্ক্রিন রসায়ন এতটাই প্রভাব ফেলেছে দর্শক মনে যে বাস্তবেও দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষকে জুটি হিসেবে ভাবতে শুরু করে দিয়েছে অনেকে। তাদের জন্য রয়েছে এক মন খারাপ করে দেওয়া খবর। বাস্তবে সমস্যা দেখা দিয়েছে দিব্যজ্যোতি স্বস্তিকার মধ্যে।

anurager chowa 1

অনুরাগের ছোঁয়ার দর্শকরা জানেন, সূর্য দীপার মধ্যে এখন লাগাতার ঝামেলা চলছে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এবার অনস্ক্রিন থেকে এসে পৌঁছেছে অফস্ক্রিনেও। দিব্যজ্যোতি স্বস্তিকার মধ্যে নাকি কথা বলা তো দূর, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টা নেটিজেনদের নজরে আসতেই শুরু হয়েছে শোরগোল।

সম্প্রতি শহরের বুকে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দিব্যজ্যোতি এবং স্বস্তিকা। অনুরাগের ছোঁয়ার জন্য একাধিক পুরস্কার এদিন হাতে ওঠে তাঁদের। সেরা জুটির পুরস্কারও পান তাঁরা। কিন্তু মঞ্চে পুরস্কার নিতে উঠলেও একে অপরকে এড়িয়েই চলছিলেন তাঁরা। একসঙ্গে কোনও ছবিই নেই তাঁদের এদিনের অনুষ্ঠান থেকে।

এমনকি এও শোনা গিয়েছে, দিব্যজ্যোতির মা এবং বোনও নাকি এড়িয়ে যাচ্ছিলেন স্বস্তিকাকে। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আনফলো করে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু দুজনের মধ্যে হঠাৎ ঝগড়ার কারণ কী? কী কারণে তাঁদের বন্ধুত্বে ফাটল ধরল তা অবশ্য স্পষ্ট নয় এখনো। কিন্তু অনুরাগীদের আশা, মান অভিমান পর্ব মিটিয়ে আবার কাছাকাছি আসবেন দিব্যজ্যোতি স্বস্তিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর