বাংলাহান্ট ডেস্ক : হিন্দুদের অন্যতম একটি উৎসব রথযাত্রা (Rath Yatra)। প্রতি বছর রথযাত্রার শুভারম্ভ হয় আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে। এর ঠিক ৯ দিন পর অনুষ্ঠিত হয় উল্টোরথ। রথযাত্রার দিন পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে পুরীর গুচিণ্ডা মন্দিরে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে।
এর ঠিক নয় দিন পর সেই রথে করেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ফিরিয়ে আনা হয় পুরীর মন্দিরে। এই দিনটিকেই উল্টোরথ বলা হয়। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকেই সূচনা হয় রথযাত্রার। রথযাত্রার দিন মন্দিরের বাইরে সকলের সামনে আনা হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তিকে।
এরপর তিনটি সুসজ্জিত রথে বসানো হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে।
সেই সুসজ্জিত রথে শুরু হয় পুজো। এরপর টান পড়ে রথের রশিতে। রথের রশি টেনে তিন ভাইবোনকে নিয়ে যাওয়া হয় তাদের মাসির বাড়ি গুচিণ্ডা মন্দিরে। মূল রথযাত্রার ৯ দিন পর অর্থাৎ দশমীর দিন রথের রশি টেনে পুনরায় গুচিণ্ডা মন্দির থেকে পুরীর মূল মন্দিরে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে ফিরিয়ে আনার প্রথাই উল্টো রথ নামে পরিচিত।
এই উল্টো রথ যাত্রা বহুদা রথযাত্রা নামেও পরিচিত। আগামীকাল অনুষ্ঠিত হবে এ বছরের উল্টো রথযাত্রা। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রা ফিরে যাবেন নিজেদের বাড়ি। রথযাত্রাকে ঘিরে প্রতিবছর লক্ষাদিক পুণ্যার্থীর সমাগম হয় পুরীতে। বলা হয় জগন্নাথ দেবের রথের রশিতে টান দিলে মানুষ সমস্ত জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে।