বাংলাহান্ট ডেস্ক : বর্তমান তরুণ প্রজন্ম সকলেই চাকরি করে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু চাকরি পেতে গেলে দরকার মেধা ও অধ্যাবসার। সরকারি হোক বা বেসরকারি, সব ক্ষেত্রেই চাকরির জন্য এখন চূড়ান্ত প্রতিযোগিতা। চাকরি পাওয়ার জন্য আমাদের পরীক্ষা ও ইন্টারভিউ এর মুখোমুখি হতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে চাকরিদাতারা আমাদের চাকরি প্রদান করে থাকেন।
তবে এই ইন্টারভিউ (Interview) রাউন্ড কিন্তু বেশ কঠিন। এই ইন্টারভিউ রাউন্ডে চাকরিপ্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে অনেক সময় উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়। আমরা বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের প্রশ্ন ও উত্তরগুলি সম্পর্কে আলোচনা করি। আজ আমরা তেমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি চাকরিপ্রার্থীদের জন্য।
১) প্রশ্নঃ কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু (Subhash Chandra
Bose)
২) প্রশ্নঃ সিসমোগ্রাফ (Seismograph) যন্ত্ৰ
দিয়ে কি পরিমাপ করা হয়?
উত্তরঃ ভূমিকম্পের তীব্রতা।
৩) প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ নেপাল।
৪) প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ।
৫) প্রশ্নঃ ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৮৭৬ সালে।
৬) প্রশ্নঃ দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি।
৭) প্রশ্নঃ ভারতের আলুর গবেষণা কেন্দ্রটি
কোথায় রয়েছে?
উত্তরঃ সিমলায়।
৮) প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
৯) প্রশ্নঃ শিবাজী এর পর সিংহাসনে বসেন?
উত্তরঃ শিবাজীর পুত্র শম্ভুজী।
১০) প্রশ্নঃ কে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
১১) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের ডাকনাম কি কি?
উত্তরঃ বিলে ও নরেন।
১২) প্রশ্নঃ ১১ই আগস্ট কোন মহান বিপ্লবীর জন্মদিন, যা শহীদ দিবস হিসাবে পালন করা হয়?
উত্তরঃ ক্ষুদিরাম বসু ।
১৩) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন
করেননি?
উত্তরঃ গুজারীলাল নন্দা। কারণ তিনি দু’দফায় ১৩দিন করে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন।
১৪) প্রশ্নঃ নেতাজি ভবন মেট্রো স্টেশনের পূর্বনাম কী ছিল?
উত্তরঃ ভবানীপুর।
১৫) প্রশ্নঃ ভারতের কোন শহরের নামে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত তিনটি ভাষার শব্দ
রয়েছে?
উত্তরঃ আহমেদাবাদ ( Ahmedabad)। অহম (সংস্কৃত শব্দ), দা (ইংরেজি শব্দ), বাদ (বাংলা শব্দ)।