বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরের অক্টোবর থেকে ফের একবার দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023) জয়ের লক্ষ্য দিয়ে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। ১২ বছর আগে যখন শেষবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, তখন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল প্রথম ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ঘরের মাটিতে বিশ্বকাপ জিতেছিল। এবার রোহিত শর্মার (Rohit Sharma) ওপর দায়িত্ব থাকবে ধোনির কীর্তির পুনরাবৃত্তি করে দেখানোর। আর এই কাজে তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)।
২০১১ সালে ভারতীয় নির্বাচকরা যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল তখন সেই স্কোয়াডে জায়গা পাননি ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা রোহিত শর্মা। বিরাট কোহলি তখন অত্যন্ত তরুণ এবং অনভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, কিন্তু তাও ভদ্রস্থ পারফরম্যান্স করেছিলেন গোটা টুর্নামেন্ট জুড়ে। এবার যখন ভারতীয় দলে আবারও একবার বিশ্বসেরা হওয়ার খেতাব দখল করার লক্ষ্যে মাঠে নামবে তখন তারা দুজন হবেন ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র সদস্য।
অনেকেই আশঙ্কা করছেন যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে শেষবার হয়তো এই দুই ক্রিকেটারকে একসাথে দেখা যাবে। গত এক দশক ধরে ভারতীয় ব্যাটিংয়ের জোয়াল নিজেদের কাঁধে টেনেছেন এই দুই তারকা। কিন্তু তাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে আশঙ্কা করছেন অনেকে। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন বিশ্বের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে প্রশ্ন রাখা হয়েছিল এবং তিনি একটি তাৎপর্যপূর্ণ জবাব দিয়েছেন।
এটি দুই তারকার বড় মানুষের শেষবার নামার সুযোগ কিনা সেই প্রশ্ন করা হলে সৌরভ বলেন, “ওদের বয়স ৩৪-৩৫। দুজনেই দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে এবং এখনো অনেক অভিজ্ঞ। আমি জানি না পরবর্তী ওডিআই বিশ্বকাপে কি হবে, কিন্তু আমরা যখন ক্রিকেট খেলতাম তার থেকে পরিস্থিতি এখনো অনেকটাই আলাদা। আমরা যখন শুরু করেছিলাম তখন চার বছর ধরে অপেক্ষা করতে হতো একটা বিশ্ব পর্যায়ের টুর্নামেন্ট খেলার জন্য। তারপর এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখন প্রতিবছরই কোনও না কোনও আইসিসি টুর্নামেন্ট থাকে। আর আমি মনে করি না বিরাট বা রোহিত কেউই নিজেদের আর কতদূর এগুলো উচিত সেটা ভাবছে। ওরা দুজনেই দলকে সাফল্য এনে দেওয়ার প্রতি বেশি মনোযোগী, এই ব্যাপারে আমি নিশ্চিত।”
সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট আর আগের মত ধারাবাহিকভাবে গর্জে ওঠে না। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠার জন্য মরিয়া হয়ে থাকবেন দুই তারকাই। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও বিশ্বাস করেন যে এটাই হয়তো তাদের শেষ মেগা টুর্নামেন্ট নয়। তারা আরও কিছুদিন ভারতীয় ক্রিকেটের সেবা করুক, এমনটা প্রত্যাশা করেন অনেক ক্রিকেট ভক্তরাই।