ঈদের নামাজের কারণে বন্ধ কলকাতার একাধিক রাস্তা, বিপদ এড়াতে বেছে নিন এই ঘুরপথ গুলো

বাংলাহান্ট ডেস্ক : আজ, বৃহস্পতিবার বকরি ঈদ (Eid)। ঈদের নামাজ অনুষ্ঠান উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করা হলো কলকাতার (Kolkata) একাধিক রাস্তায়। তবে অফিস যাত্রীদের কথা চিন্তা করে বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিন কোন রাস্তা দিয়ে যাবে না যানবাহন। কোন রাস্তায় ট্রাফিক মুভমেন্ট হতে পারে স্লো।

কলকাতা পুলিশ ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত এবং গার্ডেনরিচ রোডের রামনগর ক্রসিং থেকে আব্দুল খাবির রোড, আকরা রোড, পাহাড়পুর রোডের কাচ্চি সড়ক থেকে অ্যাসবেসটস রোড পর্যন্ত রাস্তায় চলবে না ভারী পণ্যবাহী যানবাহন। তবে জরুরী ভিত্তিতে দেওয়া হতে পারে ছাড়।

Traffic

অন্যদিকে আজ ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত শম্ভুনাথ পণ্ডিত রোড, টালিগঞ্জ, সার্কুলার রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর বেন্টিঙ্কং স্ট্রিট থেকে ম্যাডানর স্ট্রিট এর মধ্যবর্তী অংশ, মানিকতলা রোড, নারকেলডাঙ্গা রোড, আরজিকর রোড, বেলগাছিয়া রোড, উত্তর শিয়ালদহ রোড, হরিশ মুখার্জী রোড, বিবি গাঙ্গুলী স্পিড থেকে বিবেকানন্দ রোড, লেলিন সরনের জওহরলাল নেহেরু রোড থেকে হাসপাতাল স্ট্রিটের মধ্যবর্তী অংশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল।

সূত্রের খবর, ঈদ উপলক্ষে বুধবার রাত থেকেই সংশ্লিষ্ট রাস্তা গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার যতক্ষণ না ঈদের অনুষ্ঠান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন রাস্তায়।

উল্লেখ্য, এদিন সকাল থেকে ঈদ উপলক্ষে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। বেশ কিছু সরকারি স্কুল ছুটি থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস খোলা রয়েছে। তাই যাত্রীদের যাতে কোনভাবে সমস্যায় পড়তে না হয় সে কারণে আগেভাগে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন রাস্তা দিয়ে চলাচল করবে না যানবাহন। পুলিশ সূত্রে খবর, কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে সজাগ রয়েছে কলকাতা পুলিশ।

additiya

সম্পর্কিত খবর