বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় আমরা দাদু-দিদিমার কাছে অনেক রূপকথার গল্প শুনেছি। সেই রূপকথার গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে পরীর নাম। তখন থেকেই আমাদের মনে পরী সম্পর্কে এক আলাদা কৌতুহল জন্ম নিয়েছে। তবে যত বয়স বেড়েছে আমরা বুঝেছি যে পরী নিছকই একটি কল্পনা মাত্র।
কিন্তু অনেকেই আছেন যারা পরীর অস্তিত্ব সম্পর্কে ইতিবাচক কথা বলেন। অনেকেই মনে করেন যে সত্যিকারের পরী আছে আমাদের পৃথিবীতে। অনেকেই বিশ্বাস করেন যে পরীরা দেখতে খুব সুন্দর হয়। তারা যদি কারোর উপর প্রসন্ন হয় তাহলে তারা তাদের জাদুকাঠি দিয়ে সেই ব্যক্তির যেকোনও মনস্কামনা পূর্ণ করতে পারে।
আপনারাও যদি এই ধরনের কোনও রূপকথার দেশে যেতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন উত্তরাখণ্ডের (Uttarakhand) এই জায়গা থেকে। রূপকথার এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছাতে হবে উত্তরাখণ্ডের ঋষিকেশ। সেখান থেকে গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে তেহরি গাড়োয়াল জেলার ফেগুলিপট্টির থাট গ্রামে। সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা দূরেই রয়েছে রূপকথার ভূমি খাইত পর্বত (Khait Parvat)।
এই পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উঁচুতে অবস্থিত। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে বসবাসকারী পরীরা সমস্ত বিপদ থেকে রক্ষা করে আশেপাশের গ্রামগুলিকে। স্থানীয়রা এই পরীদের আখরি বলে। খৈততাল এই পর্বত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। সেখানে রয়েছে পরীদের একটি সুন্দর মন্দির। সেই মন্দিরে নিয়মিত পরীদের পূজা করা হয়।
মন্দিরের চারপাশ সবুজ গাছপালায় ঘেরা। সারা বছর পাহাড়ি ফল ও ফুলের সমারহ দেখতে পাওয়া যায়। এই পর্বতের উদ্ভিদ অন্য কোথাও রোপন করলে বাঁচে না। এখানকার স্থানীয়রা দাবি করেন যে তারা জীবনে কখনও না কখনও পরীর দেখা পেয়েছেন। তবে এর কোনও প্রমাণ নেই। এই গ্রামে রূপকথার মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর জুন মাসে।