বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ঘটেছে অপেক্ষার অবসান! বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ২০২৩-এর (ODI World Cup 2023) সময়সূচী প্রকাশ করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ৪৬ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আরম্ভ হবে ৫ই অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে শেষ সংস্করণের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে আরম্ভ হবে টুর্নামেন্টটি।
এইবারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে থাকছে ৫টি ম্যাচ। ২০১১ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ টি ইডেনে থাকলেও তা ব্যাঙ্গালোরে সরিয়ে নেওয়া হয়েছিল। কারণ তখনও ইডেন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে ওঠেনি। এবার একটি সেমিফাইনাল ছাড়াও ৫ই নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ২৮শে অক্টোবর বাংলাদেশ বনাম যোগ্যতাঅর্জনকারী কোনও দেশ, ৩১শে অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ এবং ১২ ই নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি আয়োজন হবে কলকাতায়। যদিও ভারত সেমিফাইনালে উঠলে তারা মুম্বাইয়ে অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়াম সেমিফাইনাল খেলবে। ভারতের সেমিফাইনালে হবে ভারত বাদে অন্য তিন দলের মধ্যে দুই দেশের মধ্যে।
ভারতে বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারটা যে একেবারেই সরল নয় তার আগেই বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই সভাপতি বর্তমান ম্যানেজমেন্টের সাফল্য কামনা করে একটি টুইট করেছেন। তিনি আরো বলেছেন যে আর কোনও দেশ ভারতের মতো বৈচিত্র্যময় ভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারবেনা কারণ আর কোনও দেশে এতগুলি ভিন্ন ভিন্ন বিশ্বমানের স্টেডিয়াম নেই। তিনি আশা করছেন যে বিসিসিআই এই টুর্নামেন্টটিকে সফলভাবে এবং সবচেয়ে সুন্দরভাবে আয়োজন করতে পারবে।
নিজের একটি আফসোসের কথাও তুলে ধরেছেন তিনি সৌরভ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে নিজে বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় তার কাছেও সুযোগ এসেছিল ভারতের মাটিতে একটি বিশ্বকাপ আয়োজন করার। কিন্তু করোনার প্রকোপের কারণে ২০২১ সালে সেই টুর্নামেন্ট তিনি ভারতের মাটিতে আয়োজন করতে পারেননি এবং টুর্নামেন্টটিকে স্থানান্তরিত করে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত করতে হয়েছিল। সেই নিয়ে এখনো যে তার মনে আফসোস রয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে তার টুইটে।
সমর্থকদের সুবিধার জন্য বিষয়টি সকলের সামনে ভারতের সূচি তুলে ধরা হলো:
● ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ই অক্টোবর, চেন্নাই
● ভারত বনাম আফগানিস্তান, ১১ই অক্টোবর, দিল্লি
● ভারত বনাম পাক, ১৫ই অক্টোবর, আহমেদাবাদ
● ভারত বনাম বাংলাদেশ, ১৯শে অক্টোবর, পুনে
● ভারত বনাম নিউজিল্যান্ড, ২২শে অক্টোবর, ধর্মশালা
● ভারত বনাম ইংল্যান্ড, ২৯শে অক্টোবর, লখনউ
● ভারত বনাম কোয়ালিফায়ার টিম, ২রা নভেম্বর, মুম্বাই
● ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ই নভেম্বর, কলকাতা
● ভারত বনাম কোয়ালিফায়ার টিম, ১১ই নভেম্বর, ব্যাঙ্গালোর