বাংলাহান্ট ডেস্ক: টিআরপি (TRP) ঠিক ভাবে ওঠার আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক সিরিয়াল (Serial)। মাত্র কয়েক মাস গড়াতে না গড়াতেই ইতি টানা হচ্ছে প্রথম সারির চ্যানেলে। টিআরপি মনঃপূত না হলে, স্লট লিডার হতে না পারলেই বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন সিরিয়ালগুলি। তাদের জায়গা নিচ্ছে অন্য নতুন মেগা। নতুন পুরনোর টক্কর কেমন জমছে? প্রকাশ পেল টিআরপি তালিকায়।
জি বাংলা এবং স্টার জলসার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি টক্কর। দুই চ্যানেলেই এখন নতুন সিরিয়ালের ভিড়। প্রথম স্থানে অবশ্য এখনো তুলনামূলক পুরনো সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। বেশ কয়েক সপ্তাহ ধরে একটানা বাংলা সেরার সিংহাসন নিজের দখলেই রাখছে এই সিরিয়াল। তবে সেরা পাঁচের মধ্যে অন্য স্থানগুলিতে বদল আসছে।
নতুন সিরিয়াল ‘ফুলকি’ এসেই দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। গত বারেও প্রথম টিআরপিতেই ছক্কা হাঁকিয়েছিল ফুলকি। সেই স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সিরিয়ালটি। এ সপ্তাহে ৮.১ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। ফুলকির নম্বর অবশ্য অনেকটা কম। ৭.৪ পয়েন্ট নিয়ে দু নম্বরে জায়গা করে নিয়েছে এই মেগা।
এক সময়ের দ্বিতীয় স্থানাধিকারী ‘জগদ্ধাত্রী’ নেমে এসেছে তৃতীয় স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৩। চার এবং পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে নিম ফুলের মধু এবং বাংলা মিডিয়াম। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭ এবং ৬.৩। তবে ফুলকির এন্ট্রিতে খারাপ অবস্থা ‘গৌরী এলো’র। সেরা পাঁচ থেকে টিআরপি তালিকার শেষে গিয়ে ঠেকেছে এই সিরিয়াল।
গত সপ্তাহেই শেষ হয়ে গিয়েছে মেয়েবেলা সিরিয়াল। অন্তিম সপ্তাহে টিআরপি উঠেছে মোটে ১.৬। শেষের মুখে দাঁড়িয়ে রয়েছে আরো বেশ কয়েকটি মেগা। আপাত জনপ্রিয় সিরিয়ালগুলিও টিআরপির অভাবে শেষ হয়ে যাচ্ছে মাঝপথেই।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৮.১ (প্রথম)
ফুলকি- ৭.৪ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী- ৭.৩ (তৃতীয়)
নিম ফুলের মধু- ৬.৭ (চতুর্থ)
বাংলা মিডিয়াম- ৬.৩ (পঞ্চম)
রাঙা বউ- ৬.২ (ষষ্ঠ)
হরগৌরী পাইস হোটেল- ৬.০ (সপ্তম)
পঞ্চমী- ৫.৯ (অষ্টম)
এক্কা দোক্কা- ৫.৩ (নবম)
সোহাগ জল- ৫.১ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (২.৯)
গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.৩)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- তৃতীয় (২.২)
ইয়ে হ্যায় চাহাতে- চতুর্থ (২.০)
ইমলি, ফালতু- পঞ্চম (১.৮)