ভারতের এই “রহস্যময়” জায়গায় বন্ধ হয়ে যায় ট্রেনের সমস্ত আলো! কারণ জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ট্রেনে (Indian Railways) সফর করেননি এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। মূলত, ট্রেন দেশের অন্যতম গণপরিবহন মাধ্যম হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায়, আমরা প্রত্যেকেই কমবেশি ট্রেনে চলাচল করলেও ভারতীয় রেলের এমন কিছু চমকপ্রদ তথ্য রয়েছে যেগুলি অনেকেই জানেননা।

এমতাবস্থায়, আপনি কি কখনও এমন দৃশ্য দেখেছেন যে, ট্রেন চলাকালীন সেটির সমস্ত লাইট আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে? কখনও কখনও ট্রেনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটলেও, সচরাচর এমন দৃশ্য দেখা যায়না। কিন্তু আমাদের দেশেই এমন একটি স্থান রয়েছে যেখানে যখনই কোনো লোকাল ট্রেন যায়, তৎক্ষণাৎ তার লাইট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও ঠিক এইরকমই ঘটনা ঘটে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

এটা কোথায় ঘটে: স্বাভাবিকভাবেই এই বিষয়টি জানার পর যে প্রশ্নটি সবার আগে মনে আসে সেটি হল এমন চমকপ্রদ ঘটনা ঠিক কোথায় ঘটে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চেন্নাইয়ের এক রেল স্টেশনের কাছে এই ঘটনা পরিলক্ষিত হয়। মূলত, চেন্নাইয়ের তাম্বারাম রেল স্টেশনের কাছে একটি স্বল্প দূরত্বের পথ রয়েছে। যেখানে কোনো লোকাল ট্রেন যাওয়ার সময় লাইট সাপ্লাই বন্ধ হয়ে যায়। এটি শুধুমাত্র লোকাল ট্রেনের ক্ষেত্রেই ঘটে।

এখন প্রশ্ন হল কেন এটা হয়? এমতাবস্থায়, এই উত্তরটি Quora-তে একজন লোকো পাইলট লিখেছেন। ওই লোকো পাইলটের দেওয়া তথ্য অনুযায়ী, ওই স্থানটি মাত্র কিছুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ছোট অংশের OHE-তে কোনো কারেন্ট নেই। এর মানে হল, যে যন্ত্রপাতিগুলি ইলেকট্রিক লোকোমোটিভকে বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলির ওভার হেড সরঞ্জামগুলিতে কোনো কারেন্ট থাকে না। এই ধরণের স্থানগুলিকে ন্যাচারাল সেকশন বলা হয়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই জায়গাগুলি রেলওয়ে দ্বারা তৈরি করা হয় এবং এগুলি তৈরির উদ্দেশ্য হল ওভারহেড ভোল্টেজ এবং কারেন্ট বজায় রাখা। একে CUT কারেন্ট বলা হয় এবং এটি নতুন কারেন্ট জোনের সূচনা করে। আর এই কারণেই কিছু দূর পর্যন্ত বিদ্যুৎ থাকে না এবং নতুন কারেন্ট জোন শুরু হওয়ায় বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এমতাবস্থায়, লোকাল ট্রেনের লাইটগুলি চালকের কেবিন থেকে চলে এবং তাদের পাওয়ার সিস্টেম আলাদা হওয়ায় বিদ্যুতের সাপ্লাই এই জায়গায় প্রভাবিত হয়।

img20180426wa0003337504

তবে, এক্সপ্রেস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেনগুলিতে কোচগুলির জন্য পৃথক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে। যার কারণে সেই ট্রেনগুলিতে কোনো সমস্যা থাকে না। এমন পরিস্থিতিতে নতুন কারেন্ট জোনের কারণে ওই স্থানে চলাচল করা লোকাল ট্রেনের আলো নিভে যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর