আধার লিঙ্ক না থাকলে প্যান হবে নিষ্ক্রিয়, আজ থেকে মিলবে বেশি সুদও, বদলে গেল একাধিক নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের অর্ধেক পেরিয়ে এসেছি আমরা। শনিবার অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে জুলাই (July, 2023) মাস। এদিকে, এই মাস থেকেই আবার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক শুরু হচ্ছে। যেটি চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। এমতাবস্থায়, জুলাই মাস থেকেই বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন হচ্ছে। যেগুলি অবশ্যই জেনে রাখতে হবে আমজনতাকে।

মূলত, এই ত্রৈমাসিকে কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এক বছরের ডিপোজিট সহ দুই বছরের ডিপোজিট এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বেড়েছে সুদের হার। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন আমানতকারীরা। এমতাবস্থায়, ঠিক কি কি নিয়মে পরিবর্তন হতে চলেছে সেই বিষয়গুলি বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

প্রথমেই জানিয়ে রাখি যে, গত ৩০ জুনের মধ্যে প্রত্যেককে প্যান এবং আধার কার্ড সংযুক্ত করতে হত। অর্থাৎ, এই কাজের জন্য ইতিমধ্যেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এমতাবস্থায়, এখনও যদি প্যান এবং আধার কার্ড সংযুক্ত না হয়ে থাকে, সেক্ষেত্রে আজ থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। যার জেরে বিভিন্ন ক্ষেত্রে হতে হবে সমস্যার সম্মুখীন।

মূলত, ব্যাঙ্কের কাজ সহ আর্থিক লেনদেনের ক্ষেত্রে পড়তে হবে সমস্যায়। তবে, জানিয়ে রাখি যে, সংযুক্তিকরণ না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও তা বাতিল হবে না। সেক্ষেত্রে আজ থেকে জরিমানা দিয়ে আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত করা যাবে বলেও জানা গিয়েছে।

পাশাপাশি, আগামী সোমবার থেকে হিরো মোটকর্পের নির্দিষ্ট শ্রেণির কিছু মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়তে চলেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট মডেলের দুই চাকার যানের ক্ষেত্রে দাম দেড় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায়, হিরো এক্সট্রিম সহ হিরো স্প্লেন্ডারের মতো জনপ্রিয় মডেলগুলির দাম বাড়তে চলেছে।

hdfc 2

এছাড়াও, ১ জুলাই থেকেই HDFC ব্যাঙ্ক এবং HDFC-র সংযুক্তিকরণ ঘটছে। এই সংযুক্তিকরণের জন্য আগেই মিলেছিল অনুমোদন। এমতাবস্থায়, এবার থেকে HDFC ব্যাঙ্কের শাখাতেই গৃহঋণ সংক্রান্ত পরিষেবাও পাবেন গ্রাহকেরা। শুধু তাই নয়, এই সংযুক্তিকরণের মাধ্যমে HDFC ব্যাঙ্ক দেশের অন্যতম বড় ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে পরিণত হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর