বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এখন থেকেই ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) দিন গুনতে শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অপেক্ষার জন্য আর ১০০ দিনও বাকি নেই। ১২ বছর আগে যেভাবে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপ জিতেছিল, সেই স্মৃতি অনেকের মনেই এখনো তাজা। রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ শামিরা সেই একই সাফল্যের ভাগীদার হতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর অবশ্য শুধুমাত্র সময়ই দিতে পারবে।
এই আসন্ন বিশ্বকাপটি হতে চলেছে বিরাট কোহলির কেরিয়ারের চতুর্থ ওডিআই বিশ্বকাপ। সচিন টেন্ডুলকার, কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির মতো হাতে গোনা কয়েকজন তারকা ছাড়া ভারতীয়দের মধ্যে এতগুলি ওডিআই বিশ্বকাপ আর কেউ খেলতে পারেনি। আর এই বিশ্বকাপটিকে চিরস্মরণীয় করে তোলার সুযোগ থাকছে বিরাট কোহলির সামনে।
ভারত যদি দেশের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপ জিতে নিতে পারে তাহলে বিরাট কোহলি প্রথম এমন ভারতীয় ক্রিকেটারে পরিণত হবেন, যিনি দুটো ওডিআই বিশ্বকাপ জয়ী দলের অংশ। সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকারা এই রেকর্ড গড়ার অত্যন্ত কাছাকাছি আসলেও তারা সফল হননি। ২০১১ সালে অত্যন্ত তরুণ বিরাট কোহলি ভারতের জয়ে নিজের যোগদান রেখেছিলেন ঠিকই, কিন্তু তিনি তখনও মহাতারকা হয়ে ওঠেননি।
অবশ্য বিরাট কোহলি নিজেকে নন, সব সময় দলের লাভকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে নিজের দেশকে শ্রেষ্ঠত্বর শিরোপা এনে দিতে যে তিনি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। বয়সের সাথে সাথে তিনি নিজের পুরোনো দাপট কিছুটা হারিয়েছেন। কিন্তু আজও তাকে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন বলে গণ্য করা হয়।
ইংল্যান্ডে আয়োজিত গত বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি ৩৭টি ওডিআই ইনিংস খেলেছেন। পাঁচটি শতরান এবং ১১ টি হাফ সেঞ্চুরি সহ এই সময় তিনি মোট ১৬১২ রান করেছেন। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সফল হতে না পারাটা যেন বিরাট কোহলির অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে গত দু-তিন বছরে। তবে ঘরের মাটিতে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে নিজের দোষ ত্রুটিগুলি কাটিয়ে উঠতে চাইবেন প্রাক্তন ভারত অধিনায়ক।