জানেন, এই জিনিসটা মেয়েদের বড় আর ছেলেদের ছোট হয়! উত্তর খুঁজতে কালঘাম ছুটবে আপনার

বাংলাহান্ট ডেস্ক : চাকরি পেতে গেলে আমাদের ইন্টারভিউ (Interview) রাউন্ড পার করতে হয়। এই ইন্টারভিউ রাউন্ডে চাকরিদাতারা আমাদের অনেক সময় সোজা প্রশ্ন ঘুরিয়ে ধরেন। এমন করার মূল উদ্দেশ্যই হল চাকরিপ্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাই করা। চাকরি করার জন্য মেধার পাশাপাশি আমাদের প্রয়োজন হয় স্কিলের।

এই স্কিল আমাদের উপস্থিত বুদ্ধি ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। বর্তমানে নেট মাধ্যমে ইন্টারভিউ রাউন্ডের বিভিন্ন প্রশ্ন ও উত্তর ভাইরাল হচ্ছে। এই সেটগুলিতে সাধারণ জিকে প্রশ্নের পাশাপাশি অনেক প্রশ্ন থাকছে চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করার জন্য। আজ আবার আমরা তেমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে।

1. প্রশ্নঃ কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয়?

উত্তর :- ভাবতেই পারেন কচ্ছপ জাতীয় কিছু, কিন্তু না। আসল উত্তর ঘণ্টার কাঁটা।

2. প্রশ্ন: গরু দুধ দেয়, মুরগি ডিম! কিন্তু এই দুটো জিনিসই কে দেয়?

উত্তর :- দোকানদার, এছাড়াও প্ল্যাটিপাস দুধ, ডিম উভয়ই দেয়।

3. প্রশ্নঃ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?

উত্তর: চোখ

4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?

উত্তরঃ পার্স।

5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?

উত্তরঃ শরৎকালে।

interview job questions

6. প্রশ্ন: বিশ্বে সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে?

উত্তর:- ভারত।

7. প্রশ্ন: এমন কী জিনিস আছে, যেটা জল পান করলেই মরে যায়!

উত্তরঃ পিপাসা বা তৃষ্ণা।

8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??

উত্তর: ধূমপান দণ্ড।

9. প্রশ্নঃএমন কী কাজ আছে, যা অবিবাহিত মহিলারা করলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যায়!

উত্তর: সিঁথিতে সিঁদুর দিলে।

10. প্রশ্নঃ কোন জিনিসটা মেয়েদের বড় আর ছেলেদের ছোটো হয়!

উত্তরঃ মাথার চুল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর