বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) অভিনেতা অভিনেত্রীদের কাছে একাধিক বিয়ে নিতান্তই ছেলেখেলা। এমন অনেকেই আছেন যাঁরা কম বয়সে বিয়ের পর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় সংসার পেতেছেন। এই তালিকায় নাম রয়েছে ধর্মেন্দ্রর (Dharmendra)। বর্ষীয়ান অভিনেতা এই বয়সেও দিব্যি সামলাচ্ছেন দুই সংসার। কিন্তু তাঁর প্রথম পক্ষের ছেলে সানি দেওলের (Sunny Deol) সঙ্গে সৎ মা হেমা মালিনীর (Hema Malini) সম্পর্ক কেমন জানেন?
আশির দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের ‘হি ম্যান’ মাত্র ১৯ বছর বয়সে প্রথম গাঁটছড়া বাঁধেন প্রকাশ কউরের সঙ্গে। তাঁদের চার ছেলে মেয়ে সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল এবং বিজেতা দেওল। স্ত্রী সন্তান নিয়ে ভরা সংসার ছিল ধর্মেন্দ্রর। তাল কাটে হেমা মালিনীর সঙ্গে পরিচয়ের পরেই।
দুজনের প্রথম কাজ ১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ ছবিতে। একসঙ্গে কাজ করতে করতেই ধর্মেন্দ্রর প্রেমে পড়ে যান হেমা। পরবর্তীকালে অভিনেত্রী বলেছিলেন, ধর্মেন্দ্র যে বিবাহিত সে কথা জেনেও নিজের মনকে বাধা দিতে পারেননি তিনি। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৮০ সালে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র।
না, প্রথম স্ত্রী প্রকাশকে তিনি ডিভোর্স দেননি। সবার আপত্তি সত্ত্বেও অভিনেতাকে বিয়ে করেন হেমা। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তরুণ সানি। নিজের মায়ের প্রতি হওয়া অন্যায় নাকি হেমার প্রতি মন বিষিয়ে দিয়েছিল তাঁর। বিয়ের পর থেকে কখনোই শ্বশুরবাড়ি যাননি হেমা। সানিও মেনে নিতে পারেননি সৎ মাকে।
কিন্তু বলিউডের অন্দরে ভেসে বেড়ানো এই গুঞ্জনে সত্যতা কতটা রয়েছে? সৎ ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে একবার নিজেই মুখ খুলেছিলেন হেমা। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, অনেকেই ভাবে যে সানির সঙ্গে তাঁর সম্পর্ক হয়তো ভাল নয়। কিন্তু আসলে তা একেবারেই গুজব। বরং তাঁদের মধ্যেকার বন্ধন খুবই মজবুত।
সৎ ছেলের ব্যাপারে হেমা বলেছিলেন, সানিও তাঁর বাবার মতো তাঁর আপদে বিপদে সবসময় পাশে থেকেছেন। ২০১৫ সালে এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন হেমা। তাঁর মুখে চোট লেগেছিল, পড়েছিল সেলাই। অভিনেত্রী জানিয়েছিলেন, সানিই প্রথম দুর্ঘটনার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। শুধু তাই নয়, তাঁর চিকিৎসা যাতে যথাযথ হয় সেদিকে সমস্ত ব্যবস্থা করেছিলেন। সৎ ছেলের এই ভালবাসা, সম্মান মুগ্ধ করেছিল হেমাকে।