রমরমা মদের ব্যবসা! কোটির কোটির সম্পত্তি, জানেন কে এই TMC প্রার্থী ‘ডাকু’?

বাংলা হান্ট ডেস্কঃ এবছর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা পরিষদে ১৩ নম্বর আসন থেকে তৃণমূলের (Trinamool) টিকিটে দাঁড়িয়েছেন কৌশিক মাহাতো। হিলি ব্লকের ধলপাড়া ও বিনশিরা এই দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই আসন। এলাকায় ডাকু নামেই সকলে চেনেন তাকে। আর ৫টা ভোটের প্রার্থীর (TMC Candidate) থেকে একটু হলেও তিনি আলাদা। তাকে নিয়ে সর্ব মহলে জোর আগ্রহ। কিন্তু নেপথ্যে কারণটা ঠিক কী? কেন রাজ্যজুড়ে আলোচনার বিষয়বস্তু তিনি! কারণ একটাই, নেতার পাহাড়প্রমাণ সম্পত্তি। যা পিছনে ফেলবে বড় বড় ধনকুবেরদেরও।

হিলির জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিধাই এলাকার বাসিন্দা কৌশিক মাহাতো। মনোনয়ন পেশের সময় কৌশিকের জমা দেওয়া হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেতার ও তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি ও নগদ অর্থের পরিমাণ প্রায় এক কোটি টাকা। একদমই ঠিক। তৃণমূলের এই প্রার্থী কোটিপতিই বটে।

সম্পত্তির নিরিখে তৃণমূল সহ জেলার সব দলের প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে কৌশিক। একদিকে যেখানে গত বছর ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে শাসকদলের একাধিক নেতার পাহাড়প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় নিজেই হলফনামা দিয়ে নিজের বিপুল সম্পত্তির কথা জানালেন শাসকদলের এই নেতা।

tmc flag

জানিয়ে রাখি তৃণমূলের এই প্রার্থী পেশায় ব্যবসায়ী। সূত্রের খবর তার কৌশিকের মদ ও ইম্পোর্ট-এক্সপোর্টের ব্যবসা রয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকুর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১০ লক্ষ টাকা। নগদ ৫০ হাজার টাকা হাতে রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লাখ টাকা রয়েছে। হাতে রয়েছে নগদ ২৫ হাজার টাকা। বিনিয়োগও করেছেন কয়েক লক্ষ টাকা।

তার বাড়ি ও জমি মিলিয়ে প্রায় ৭০ লক্ষের সম্পত্তি। রয়েছে প্রায় ৯ ভরি সোনার গয়না। কৌশিকের একটি মোটর বাইক ও একটি চারচাকা গাড়ি রয়েছে। নিজস্ব বাড়ির পাশাপাশি নেতার একটি গেস্ট হাউজ রয়েছে বলেও জানা গিয়েছে। তৃণমূল প্রার্থীর এই আকাশছোঁয়া সম্পত্তি দেখেই রীতিমতো হা সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর