সারার চোখে জল! ছেলে অর্জুনকে নিয়ে দুঃসংবাদ শুনে চিন্তায় ছিলেন সচিনও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজের অসাধারণ কেরিয়ারের কারণে গোটা বিশ্বে প্রচুর খ্যাতি অর্জন করেছেন সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। তবে সাম্প্রতিক অতীতে নিজের দুই সন্তানের কারণে তিনি শিরোনামে এসে থাকেন। সচিনের মেয়ে সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) নাম ভারতের তরুণ তারকা ওপেনার শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে যুক্ত হয়েছে একাধিকবার। আর তার ছেলে অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar) ধীরে ধীরে নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন ক্রিকেটের মঞ্চে। তবে এরই মধ্যে, কিছুদিন আগে প্রাক্তন কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ছেলেকে নিয়ে খুব খারাপ একটা খবর সামনে এসেছিল।

গত দুই বছর ধরেই মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের সাথে যুক্ত রয়েছেন অর্জুন। কিন্তু ২০২৩ সালের মরশুমে তিনি প্রথমবার মুম্বাইয়ের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন আইপিএলের মঞ্চে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বাদে বাকি যে কটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন সেখানে তিনি ভালই পারফরম্যান্স করেছেন। যদিও মাঝে মাত্র চারটি ম্যাচে খেলিয়ে তারপর রোহিত শর্মা ফের তাকে বসিয়ে দিয়েছিলেন রোহিত।

কিন্তু তারপর এই সিদ্ধান্তের কারণে হিসাবে জানা গিয়েছিল যে অর্জুন টেন্ডুলকার একটি কুকুরের আক্রমণের শিকার হয়েছিলেন এবং সেই কুকুরটি তাকে কামড়েও দিয়েছিল। এই খবর শুনেই চিন্তিত হয়ে পড়েছিলেন সচিন ও সারা। তবে লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নামার আগে মাঠে অনুশীলন করার সময় তার কথা হয় বিপক্ষের দুই তরুণ পেসার যুদ্ধবীর ও মহসিন খানের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলার সময়ই এই তথ্যটি প্রকাশ করেছেন অর্জুন এবং জানিয়েছেন গুরুতর কোনও ক্ষতি হয়নি তার।

dog arjun
কুকুরের আক্রমণের শিকার অর্জুন টেন্ডুলকার

 

একে অপরকে মাঠে দেখে কুশল বিনিময়ের জন্য এগিয়ে এসেছিলেন যুদ্ধবীর ও অর্জুন। লখনৌয়ের ফাস্ট বোলার সব ঠিক আছে কিনা জিজ্ঞাসা করায় অর্জুন নিজের বাঁ-হাত দেখিয়ে জানিয়েছিলেন যে তার হাতে কুকুর কামড়েছে। ক্যামেরায় অত্যন্ত সূক্ষ্ম হলেও তার ক্ষতচিহ্নটি একবার দৃশ্যমান হয়। এরপর মহসিন খান তাকে এগিয়ে এসে তার প্রশংসা করেন এবং তাকে খেয়াল রাখতে বলেন নিজের।

গত আইপিএলে মোট ৩টি উইকেট পেয়েছেন অর্জুন। তার মধ্যে রয়েছে ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ তারকার উইকেটও। গত আইপিএলে তাকে আর মাঠে নামাননি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু পরবর্তী মরশুমগুলিতে দলের সম্পদ হয়ে উঠতে পারেন সচিন পুত্র।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর