বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে জুড়ে চলছে রোদ ও মেঘের রহস্যময় খেলা৷ এরই মধ্যে চলে এল আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) লেটেস্ট আপডেট। আগামী ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৫ জেলায়।
দক্ষিণবঙ্গের যে জেলাগুলি প্রবল বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হতে পারে ঝড়জল ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল আগেই এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক ৪ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে চুটিয়ে বৃষ্টিপাত হবে এমনই সম্ভাবনার কথা জানিয়েছে ৷ সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে ৷
আগামী ১ সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হবে ৷ আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে চলবে ৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এই কারণেই আলিপুর আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।
আগামী ৫দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানতে পারা গিয়েছে। এই কারণেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে।
দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ তবে সার্বিক ভাবে উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন হবেনা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ।