‘ওরা বলছে, তৃণমূল চোর, আমিও বলছি হ্যাঁ আমরা চোর’, ভরা সভা যা বললেন বিদ্যুৎমন্ত্রী…

বাংলা হান্ট ডেস্কঃ সেই গত বছর থেকে শিরোনামে একের পর এক দুর্নীতি। চাকরি চুরি, গরু চুরি আরও কতই অভিযোগ। আর তার জেরে চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। উঠতে-বসতে ‘চোর’ স্লোগান তুলছেন বিরোধী থেকে শুরু করে আম জনতা। নির্বাচনী প্রচারে বেরিয়েও ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়েছেন দলের একের পর এক হেভিওয়েট নেতা-নেত্রীরা। যার জেরে মুখ লুকোতে চাইছেন দলের অনেকেই। এবার এই অপবাদ, বিড়ম্বনা ঘোচাতে চুরির তত্ত্ব নিজের মতো ব্যাখ্যা দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Power minister of West Bengal Aroop Biswas)।

সোমবার হুগলির গোঘাটে দলের প্রার্থীদের সমর্থনে হয়ে প্রচার সারেন অরূপ বিশ্বাস। সেখানেই সকালে কামারপুকুর সিনেমাতলায় পথসভায় হঠাৎ মন্ত্রী বলেন, ‘ওরা (বিরোধীরা) বলছে, আমরা চোর। আমি বলছি, হ্যাঁ, আমরা চোর। আমরা উন্নয়ন করে মানুষের মনকে চুরি করেছি।’’

মন্ত্রী বলেন, ‘‘সিপিএম, বিজেপি, কংগ্রেসের অপপ্রচার, কুৎসার বিরুদ্ধে আমাদের একজোটে লড়াই চালাতে হবে।’’ পাশাপাশি স্থানীয় নেতা-কর্মীদের মন্ত্রীর স্পেশাল পরামর্শ, “বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরুন।” একদিকে যখন গত বছর থেকে একাধিক জায়গায় একাধিক সময়ে একাধিকবার ‘চোর’ স্লোগানের মুখে পড়েছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী, সেই সময় বিদ্যুৎমন্ত্রীর এই নয়া ব্যাখ্যায় উঠেছে সমালোচনার ঝড়।

অরূপবাবুর এই মন্তব্যকে কটাক্ষ করে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ‘‘তৃণমূলের চুরি রাজ্যবাসীর কাছে জলের মতো পরিষ্কার। এখন মানুষের মন চুরির নামে, মানুষের অধিকার চুরির উস্কানি দেওয়া শুরু হল।’’

aroop biswas

অন্যদিকেও কামারপুকুরের সিপিএম নেতা, তিলক ঘোষও তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘‘উন্নয়ন নয়, সন্ত্রাস করে মানুষের মন চুরির চেষ্টা করছে তৃণমূল। মানুষ জবাব দেবেন।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর