ফের একবার ভক্তদের মন জিতলেন ধোনি! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল ২০২৩ (IPL 2023) শেষ হওয়ার পর আপাতত নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তার নেতৃত্বে রেকর্ড পঞ্চম বারের মতো আইপিএল জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। ২০২২ সালের আইপিএলের ব্যর্থতা কাটিয়ে ফের একবার প্রত্যাবর্তন করেছিল এই টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিলেন ধোনিরা।

ধোনি এরপরের বছরের আইপিএল খেলবেন কিনা সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন আইপিএলের শেষে। জবাবে ধোনি জানিয়েছিলেন যে সেটা নির্ভর করবে তিনি পরের বছর আইপিএলের সময় শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকছেন কিনা। তিনি এটাও কথা দিয়েছিলেন যে ভক্তদের জন্য তিনি চেষ্টা করবেন আরও এক মরশুম নিজেকে ফিট রেখে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে।

এরই মধ্যে একটি মন ছোঁয়া কাজ করে সকলের সম্মান আদায় করেছেন মাহি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি নিজে বাইক চালিয়ে নিজের ফার্ম হাউসের এক নিরাপত্তা রক্ষীকে তার কাজের জায়গায় পৌঁছে দিতে। সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিওটি ভাইরাল।

ভিডিওতে দেখা গিয়েছে ধোনি বাইক চালিয়ে ফার্ম হাউস থেকে বেশ কিছুটা দূরে ওই নিরাপত্তা রক্ষীকে নামিয়ে দেন। ওই কর্মী তাকে ধন্যবাদ জানানোর পর সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হাত মেরে বাইকে ঘুরিয়ে ফের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বেশ কিছু ভক্ত অনুরোধ করছিলেন তাকে কাছে আসার জন্য। কিন্তু সম্ভবত সুরক্ষার কথা মাথায় রেখেই তেমনটা করেননি মাহি।

আইপিএল শেষ হওয়ার পর মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিজের হাঁটুর চিকিৎসা করিয়েছেন ধোনি। সিএসকে অধিনায়ক গোটা আইপিএল চোট নিয়ে খেলেছেন। ২০ ওভার কিপিং করতে অসুবিধা না হলেও ব্যাটিংয়ের ক্ষেত্রে নিজেকে খুব কম সময়ে দিচ্ছিলেন ধোনি যাতে দলের অসুবিধা না হয় তার সমস্যার জন্য। তবে হাঁটুতে সার্জারির পর তিনি এখন সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর