পেঁয়াজ, লঙ্কার পর দাম বৃদ্ধি কেরোসিন তেলের! নতুন রেট দেখে ক্ষোভে ফুঁসছেন ডিলাররা

বাংলাহান্ট ডেস্ক : অগ্নিমূল্য সবজির বাজার। এমন অবহে দাম বৃদ্ধি হল কেরোসিন তেলের। পেট্রোলিয়াম মন্ত্রক জুলাই মাস থেকেই কেরোসিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কেরোসিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ১২ পয়সা করে। কিন্তু কেন্দ্রীয় সরকার হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিল তার কারণ খুঁজছেন ডিলাররা। ডিলারদের বক্তব্য, তেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিবর্তিত রয়েছে।

সেখানে পেট্রোলিয়াম মন্ত্রক কী করে কেরোসিনের দাম বৃদ্ধি করল? দেশের বহু পরিবার রান্নার জন্য এখনও কেরোসিন তেলের উপর নির্ভরশীল। যেসব বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই রাত্রিবেলা তাদের আলো জ্বালাতে ভরসা করতে হয় কেরোসিন তেলের উপর। তাই পুনরায় কেরোসিন তেলের দাম বৃদ্ধির আগে মানুষের কথা ভাবা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের।

প্রসঙ্গত গত বছর জানুয়ারি মাস থেকে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করে কেরোসিন তেলের দাম। গত বছরের জুলাই মাসে কেরোসিন তেলের লিটার ১০০ টাকা পেরিয়ে যায়। সেই সময় সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল ও রেশন ডিলাররা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ফলস্বরূপ গত বছর আগস্ট মাস থেকে দাম কমতে শুরু করে কেরোসিন তেলের।

কিন্তু চলতি বছরের জুলাই মাস থেকে ফের কেরোসিন তেলের (Kerosene Oil) দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। রেশন ডিলারদের একাংশের বক্তব্য এইভাবে দাম বৃদ্ধি পেতে থাকলে গরীব মানুষের আয়ত্তের বাইরে চলে যাবে কেরোসিন। এতদিন কলকাতায় লিটার পিছু ৬০ টাকা ৬ পয়সা দাম ছিল কেরোসিনের। জেলার পরিবহন খরচা ও রেশন ডিলারদের কমিশন যুক্ত হয়ে আরো কিছুটা বৃদ্ধি হয় কেরোসিন তেলের দাম।

এবার এর সাথে যুক্ত হল লিটার প্রতি অতিরিক্ত ১২ পয়সা। ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সরকারের কেরোসিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ। সরকারের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর জুলাই থেকে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১ হাজার ৯১৮ টাকা। এর উপর ভিত্তি করেই লিটার পিছু কেরোসিনের দাম নির্ধারিত করা হয়েছে।

kerosine.1.1565536

সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত বলেছেন, “সরকার একদিকে দূষণ কমাতে বলছে। অন্যদিকে দাম বাড়াচ্ছে কেরোসিনের। এখনো কেরোসিন তেলের উপর নির্ভর করেন দেশের প্রান্তিক ও গরিব মানুষেরা। তারা কেরোসিন কিনতে না পারলে গাছ কেটে জ্বালানি তৈরি করে রান্না করেন। গরিব মানুষ ও বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

 

 

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর