বাংলাহান্ট ডেস্ক: বহু বছর অভিনয়ে ফিরতে চলেছেন আমিশা পটেল (Ameesha Patel)। বলিউডের (Bollywood) এক সময়কার জনপ্রিয়তম অভিনেত্রীকে এখন আর দেখাই যায় না ক্যামেরার সামনে। দীর্ঘ ২২ বছর পর সুপারহিট ‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েল নিয়ে ফিরছেন আমিশা এবং সানি দেওল। আর অভিনয়ে ফিরতে না ফিরতেই একগুচ্ছ অভিযোগের ডালি সাজিয়ে বসলেন অভিনেত্রী।
গদর ছবির পরিচালক অনিল শর্মাই ‘গদর ২’ এর পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন। শুধু তাই নয়, তাঁর প্রযোজনা সংস্থা রয়েছে এই ছবির দায়িত্বে। আর এই সংস্থার বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ আমিশার। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ এনেছেন তিনি অনিল শর্মার প্রোডাকশন হাউসের বিরুদ্ধে। পারিশ্রমিক না দেওয়া থেকে খাবার টাকা পর্যন্ত না দেওয়ার মতো বিষ্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেত্রী।
আগামী অগাস্টে মুক্তি পেতে চলেছে গদর ২। তার আগেই ছবির পরিচালকের বিরুদ্ধে অগ্নিশর্মা আমিশা। কয়েকটি টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিনেত্রী দাবি করেছেন, অনিল শর্মার প্রোডাকশন হাউসের জন্য শুটিংয়ের শেষ শিডিউলে অব্যবস্থার মধ্যে পড়তে হয়েছে তাঁকে। ছবির সঙ্গে যুক্ত বহু কলাকুশলীই যেমন মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনাররা তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি।
আমিশা জানান, শেষ দিনে চণ্ডীগড় বিমানবন্দর পর্যন্ত যাওয়ার গাড়ি ভাড়া এবং খাওয়ার টাকাটা পর্যন্ত দেওয়া হয়নি প্রযোজনা সংস্থার তরফে। টিমের বেশ কিছু সদস্যের জন্য গাড়িও পাঠানো হয়নি। তারা সেখানেই আটকে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী।
শেষমেষ এই অবস্থা দেখে আসরে নামে জি স্টুডিওস। ওই সংস্থাই সবাইকে প্রাপ্য টাকা ফিরিয়ে দেয় বলে দাবি করেন আমিশা। ছবি মুক্তির আগে আগে এমন অভিযোগ কতটা যথাযথ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এতে ছবির আদৌ কোনো ক্ষতি হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে সিনে মহলে। অনেকের মতে, ছবির দিকে দর্শকদের নজর টানতে স্রেফ একটা পাবলিসিটি স্টান্ট এটা। যদিও আমিশার অভিযোগের কোনো উত্তরই এখনো দেওয়া হয়নি নির্মাতাদের তরফে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের প্রেক্ষাপটে দেশভাগের সময়ে তারা সিং এবং সাকিনার প্রেম কাহিনি নিয়ে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা। সিক্যুয়েলেও সাকিনা হিসেবেই দেখা যাবে আমিশা পটেলকে। তাঁদের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২।