বাংলা হান্ট ডেস্কঃ ভোটের বাকি হাতে দিন ৪! বর্তমানে শেষ মুহূর্তের প্রচার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। চলছে শাসক-বিরোধীদের সভা পাল্টা জনসভা। মঙ্গলবার নদিয়ার ফুলিয়ায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানে থেকেই একাধিক ইস্যুতে রাজ্যকে জোর আক্রমণ শানালেন নন্দীগ্রামের বিধায়ক। বিশেষত এদিন নেতার তীরের নিশানা ছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিকে।
ঠিক কী অভিযোগ শুভেন্দুর? এদিন ভরা সভায় দাঁড়িয়ে জোর গলায় বিরোধী দলনেতা বলেন, “মমতার লক্ষীর ভাণ্ডারের সব টাকাই চলে যায় ডিয়ার লটারিতে। এককথায় ভাইপো লটারি। পাড়ায় পাড়ায় লটারির দোকান। মানুষ কোটি টাকার লোভে লটারি কাটছে আর সব যাচ্ছে ভাইপোর বাড়িতে। লটারির টাকা যাচ্ছে ভাইপোর পকেটে।”
প্রসঙ্গত, অনেক দিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে ‘লটারি দুর্নীতি’র অভিযোগ নিয়ে সরব শুভেন্দু। এর আগে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে বিরোধী দলনেতার অভিযোগ ছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে ‘নবজোয়ার’ কর্মসূচির টাকার যোগান দিচ্ছে এই ডিয়ার লটারি! আর এবার ফের শুভেন্দুর গলায় ঘুরে ফিরে সেই ‘লটারি’ ইস্যু।