এই পাঁচদিন পশ্চিমবঙ্গে খুলবে না একটাও মদের দোকান! বন্ধ থাকবে পানশালাও

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত ভোট (Panchayat Election) উপলক্ষে বন্ধ থাকবে মদের দোকান (Liquor shop) ও পানশালা। এমনকি হোটেল ও রিসোর্টগুলিতে মদ পরিবেশনও নিষিদ্ধ থাকবে। বিভিন্ন জেলায় এই বিষয় ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে। আবগারি দপ্তরের কর্তারা জানিয়েছেন, নিয়ম মতো ভোট শুরুর ৪৮ ঘন্টা আগে থেকেই মদ কেনা-বেচা বন্ধ হবে রাজ্যে।

একই সাথে যেদিন পুনর্নির্বাচন হবে সেদিনও নির্দিষ্ট ওই জায়গায় মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি মদের দোকান বন্ধ থাকবে ভোটের ফল প্রকাশের দিনও। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আবহে পাঁচ দিন বন্ধ থাকতে চলেছে মদের দোকান। রাজ্যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে আগামী ৮ই জুলাই।

তার আগে রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে মদের দোকান বন্ধ রাখার। আবগারি দপ্তরের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে নির্দেশিকা জারি করা হয়েছে জেলা জুড়ে। এই নির্দেশিকায় জানানো হয়েছে, ৬ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই বিকাল ৫টা পর্যন্ত যে সকল এলাকায় পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই সব এলাকায় মদের দোকান ও পানশালা বন্ধ রাখতে হবে।

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ১১ তারিখ। ওই দিনও বন্ধ রাখতে হবে মদ বিক্রি। পাশাপাশি আগামী ১০ই জুলাই যে সকল এলাকায় পুনর্নির্বাচন রয়েছে সেই সব এলাকার মদের দোকান ও পানশালা বন্ধ রাখতে হবে। সবমিলিয়ে গোটা রাজ্যজুড়ে পাঁচ দিন মদের দোকান বন্ধ থাকবে। সরকারের এই নির্দেশিকার প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার ব্যবসায়ীরা তাদের বক্তব্য জানিয়েছেন।

liquor shop

তাদের কথায়, পাঁচ দিন মদের দোকান বন্ধ থাকলে বিপুল ক্ষতি হবে ব্যবসার। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমাদের এটা করতেই হবে। কলকাতায় মদ কেনাবেচার কোনও সমস্যা না থাকলেও যারা কলকাতা থেকে অন্য কোনও পঞ্চায়েত এলাকায় ঘুরতে যাবেন তারা মদ পাবেন না। সেক্ষেত্রে তাদের কলকাতা থেকে মদ কিনে নিয়ে ওই এলাকায় যেতে হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর