বাংলা হান্ট ডেস্ক : মর্মান্তিক কান্ড! উৎসর্গ করা পশুর মাংসই মৃত্যুর কারণ হল এক ব্যক্তির জন্য। হতভাগ্য ওই ব্যক্তি একটি মন্দিরে মানত ছিল। সেই মানত রক্ষা করতেই তিনি একটি ছাগল বলি দেন। কিন্তু সেই ছাগলই যে তাঁর মৃত্যুর (Man died after chocked breathing) কারণ হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি।
কী হয়েছিল ঘটনা? স্থানীয় সূত্রে খবর, ছত্তিশগড় (Chhattisgarh) জেলার সুরাজপুর জেলার ঘটনা এটি। নিজের মনের ইচ্ছা পূরণ হয়েছিল ৫০ বছর বয়সী বাগার সাই-র।নিজের মনের ইচ্ছা পূরণ হওয়ার পরই তিনি একটি মন্দিরে একটি ছাগল বলি দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
জানা যাচ্ছে, বাগার সাই, মদনপুর গ্রামের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে রবিবার খোপা ধামে পৌঁছন। সেখানে তিনি একটি ছাগলটি বলি দেন। বলিদানের আচার অনুষ্ঠান শেষে গ্রামবাসী ছাগলের মাংস রান্না করে খেতে বসে। সকলের সঙ্গেই খেতে বসলেন বাগার। রান্না করা মাংস থেকে বেছে বেছে ছাগলের একটি চোখ তুলে নিলেন তিনি। তারপরই মুখে পুরে দিলেন সেই টুকরো। আর তারপরই হল বিপত্তি।
ছাগলের চোখ গেলার চেষ্টা করতেই তা আটকে গেল বাগারের গলায়। নিমেষের মধ্যে তাঁর আটকে যায়। দমবন্ধ হয়ে জ্ঞান হারান তিনি। শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে গ্রামবাসীরা তড়িঘড়ি করে প্রৌঢ়কে জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।