বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) এমন অনেক ক্রিকেটার এখন ব্রাত্য, যারা এখনও নিজেদের পারফরম্যান্স দিয়ে তফাৎ গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু মাঝে কিছুদিন নিজেদের সেরা ছন্দ খুঁজে না পাওয়ার কারণে তাদেরকে ছেঁটে ফেলেছে বিসিসিআই (BCCI)। এবার সেই ক্রিকেটাররা ক্রমশই বয়স বেড়ে যাওয়ার কারণে ভারতীয় দলে প্রত্যাবর্তনের আশা ছেড়ে অবসর নেওয়ার কথা ভাবছেন। জেনে নেওয়া যাক এমনই কিছু ক্রিকেটারের সম্পর্কে…..
ভুবনেশ্বর কুমার: ভারতের মাটিতে বিশ্বকাপ। দলে রয়েছেন হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার। তাই আশা করা হচ্ছে বেশিরভাগ সময় দুই ফাস্ট বোলার নিয়েই মাঠে নামবে ভারত। যশপ্রীত বুমরা এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠলেও এক বছরেরও বেশি সময় ক্রিকেট না খেলা একজন বোলারকে সরাসরি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সে ক্ষেত্রে ভারতের স্কোয়াডে যুক্ত হতে পারে ভুবনেশ্বর কুমারের নাম যার দীর্ঘদিন এই জাতীয় পিচে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। শামি বা সিরাজ কোন চোটের কারনে মাঠে নামতে না পারলে তাকে হয়তো প্রথম একাদশেও দেখা যেতে পারে। তবে অনেকেই মনে করেন যে তেমনটা হওয়ার হওয়ার চেয়ে তার অবসর নেওয়ার সম্ভাবনাই বেশি।
শিখর ধাওয়ান: তাকে দল থেকে বাদ দিয়ে রোহিত শর্মা তরুণ ক্রিকেটারদের নিজের ওপেনিং জুটি হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে গত ৪-৫ বছরে শিখর ধাওয়ানের ওডিআই পরিসংখ্যান রোহিত শর্মার চেয়ে অনেকটাই বেশি উন্নত। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে রোহিত শর্মা খুব একটা বেশি অ্যাওয়ে ম্যাচ না খেলেও শেষ তিন বছরে তার ওডিআই গড় ৪২। আর সেই জায়গায় শিখর ধাওয়ান বেশ কয়েকটি বিদেশ সফরের পরেও নিজের গড় ৪৭ ধরে রেখেছেন। তিনি দলে ফিরলে ভারতের মাটিতে অভিজ্ঞতার পাশাপাশি। তিনি দলে ফিরলে ডানহাতি বাঁ-হাতি ওপেনিং কম্বিনেশনও তৈরি হবে। তবে রোহিত এমনটা হয়তো করবেন না। ফলে বাধ্য হয়ে হয়তো অবসরের পথ বেছে নেবেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন: ভারতীয় দলে এই মুহূর্তে জেনুইন ডান হাতি অফস্পিনারের অভাব রয়েছে। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা দুজনেই বাঁ-হাতি স্পিনার। চাহাল ও কুলদীপ দলের লেগ স্পিনারের অভাব মেটাতে পারবেন, কিন্তু ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে যদি অশ্বিনকে একবার সীমিত ওভারের ফরম্যাটে ফেরানোর কথা ভাবে রোহিত শর্মা, তাহলে সেই সিদ্ধান্তের খুব বেশি সমালোচনা হয়তো কেউই করতে পারবেন না। সঙ্গে ভারতীয় বোলিংয়ের অস্ত্র ভান্ডারেও বৈচিত্র্য বাড়বে। কিন্তু দীর্ঘদিন তিনি ওডিআই ফরম্যাটে খেলেননি। বিশ্বকাপে সুযোগ না পেলে হয়তো এই ফরম্যাট থেকে অবসরই নিয়ে নেবেন তিনি।
মোহিত শর্মা: গুজরাট টাইটান্সের জার্সি গায়ে মোহিত প্রমাণ করেছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। যেভাবে ডেথ ওভারগুলিতে তিনি নিজের ভেরিয়েশন কাজে লাগিয়ে বিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলেছেন তা ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে। তবে সরাসরি ভারতীয় দলের প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই তার সামনে। আচমটাই ভারতীয় দলের কোন নিয়মিত পেসার যদি বড় রকমের চোটের কবলে পড়েন তাহলে হয়তো তার নামটি বিবেচনা করে দেখা যেতে পারে। আর তেমনটা না হলে তিনি হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরই ঘোষণা করে দেবেন।