বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় (Cyclone) বিপর্যয় তার খেল দেখিয়েছে। বাংলাদেশ এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল। এরপর বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্ব পেয়েছে ভারত। জানা যাচ্ছে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে তেজ। ইরান এবং মালদ্বীপ তারপরের দুটি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে।
সেই দুটি ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে যথাক্রমে হামুন এবং মিধালি। তার পরবর্তী ঘূর্ণিঝড়টির নামকরণের দায়িত্বে থাকবে মায়ানমার। সেই ঘূর্ণিঝড়টির নাম হবে মিচাউঙ্গ। এর পরের ঘূর্ণিঝড়গুলির নাম ওমান রিমাল, পাকিস্তান আসনা, কাতার ডানা ও সৌদি আরব ফেনগাল রেখেছে। প্রসঙ্গত এশিয়া মহাদেশের ১৩ টি দেশ বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে।
ঘূর্ণিঝড়ের নামের প্রস্তাব করা হয় বিশ্ব আবহাওয়া সংস্থা বা ESCAPএর অন্তর্গত দেশগুলি ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’-এ । সেখান থেকে নামগুলি বাছা হয়। নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম মাথায় রাখতে হয় দেশগুলিকে। নামকরণের ক্ষেত্রে যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনে সেই দিকে লক্ষ্য রাখতে হয়। এছাড়াও কোনও নামের যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকটিও খেয়াল রাখতে হয়।
গতমাসে সাইক্লোন বিপর্যয় সৃষ্টি হয় আরব সাগরে। এই ঘূর্ণিঝড়টি প্রায় ১৩ দিন তিন ঘন্টা মতো সক্রিয় ছিল। ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ে গুজরাটের উপকূলে। ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলা করার জন্য সক্রিয় ছিল প্রশাসন। এর ফলে এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। বিশেষজ্ঞ মহল ধারণা করছে এই বিপর্যয় ভারতের পরিকাঠামো আরও উন্নত করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিপর্যয় সাইক্লোন সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল ছিলেন।