রাম মন্দির নিয়ে পূর্ণ সমর্থন! ‘ওরা ১টা করছে, আমরা আরও বেশি করেছি’, দাবি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ এবার অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) নিয়ে মুখে খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সাফ জানালেন রাম মন্দির নিয়ে কোনও ‘আপত্তি’ নেই তার। শুধু তাই নয়, নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘উনি তো রাম নন। উনি বলতে পারেন যে উনি রামসেবক।’

ঠিক কী বললেন মমতা? এদিন এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় এই প্রসঙ্গে কথা উঠলে মমতা বলেন, “ওরা (একটি) মন্দির করছে, আমিও তো তারকেশ্বর করেছি। আমি তো কালীঘাট করছি। আমি তো দক্ষিণেশ্বর করেছি। আমি তো তারাপীঠ করেছি। আমি তো পাথরচাপরি করেছি। আমি তো কঙ্কালীতলা করেছি।”

জোর কটাক্ষ করে মমতার দাবি, “আমরা যা করেছি, ওরা অত কিছু করতে পেরেছে? ওদের শুধু একটাই আছে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম।” এরপরই রাম মন্দির নিয়ে কোনও আপত্তি নেই বলে সোজাসুজি জানিয়ে দেব মুখ্যমন্ত্রী। বলেন, ” রাম মন্দির করেছে, করেছে, আমার তো আপত্তির কিছু নেই। রাম মন্দির লোকে দেখতে যাবেন, চলে আসবেন। তার জন্য উনি তো রাম নন। উনি বলতে পারেন যে উনি রামসেবক।’

মমতার খোঁচা, “ইলেকশনের সময় যত রাম। আর অন্যসময় সীতা বাদ, রাম বাদ, গান্ধীজি বাদ, নেতাজি বাদ, গোখলে বাদ- সব বাদ। শুধু মোদীবাদ। এটা তো হয় না।’ প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেই ভোট ভোটে যে রাম মন্দির বড় ইস্যু হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে কোনও দ্বিমত নেই।

mamata

বিশেষজ্ঞদের মতে লোকসভা ভোট ব্যাংকে জোড়ালো প্রভাব ফেলতে মোদী সরকারের তুরুপের তাস হতে চলেছে এই রাম মন্দির। অন্যদিকে, মমতাকে হামেশা সংখ্যালঘুদের তোষামদকারীর তকমা দিয়েও হিন্দু ভোট টানার চেষ্টা করা হয় বলে মত। তাই দুদিক বুঝে এবার রাম মন্দির নিয়ে পূর্ণ সমর্থন জানিয়ে পাল্টা মমতা গেরুয়া শিবিরকে গোল দিলেন বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর