বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব প্রাক্তন তারকা পেসার অজিত আগারকারের (Ajit Agarkar) হাতেই তুলে দিয়েছে বিসিসিআই (BCCI)। ক্রিকেটার হিসেবে তিনি যে ভারতীয় সমর্থকদের মনে বিশাল বড় প্রভাব ফেলতে পেরেছিলেন এমনটা নয়। আর তিনি আসন্ন সময়ে ভারতীয় দলে কোন খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন তা কেবল সময়ই বলে দেবে। তবে এই প্রতিবেদনে আমরা অজিত আগরকারের ক্রিকেটীয় রেকর্ড নয়, আমরা কথা বলবো তার বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ পরিবারে জন্মানো অজিত আগারকার ২০০০ সালে যখন নিজের কেরিয়ারের মধ্যগগণে, তখন নিজের বান্ধবী ফাতিমা ঘড়িয়ালির প্রেমে পড়েছিলেন তিনি। সেই সময়ের ভিত্তিতে যেন অসম্ভবই ছিল তার এই সম্পর্ককে পরিণতি দেওয়া। এর জন্য নিজের পরিবারের কাছ থেকেও তাকে অনেক বাঁধা-বিপত্তির মুখোমুখি হয়েছিলেন তিনি।
আগারকার অবশ্য নিজের পরিবারের চাপে পিছপা হননি এবং অবশেষে ২০০২ সালে তার প্রেমিকা ফাতিমার সাথেই গাঁটছড়া বাঁধেন। ফাতিমা এবং অজিত দুই দশকেরও বেশি সময় ধরে সুখীভাবে বিবাহিত জীবন অতিবাহিত করছেন এবং তাদের রাজ নামের একটি ছেলেও রয়েছে।
ফাতেমা পেশায় একজন শিক্ষাবিদ। তিনি ‘কেএ এডু অ্যাসোসিয়েটস’-এর সহ-প্রতিষ্ঠাতা। এটি হলো মুম্বাই-ভিত্তিক একটি বাচ্চাদের জন্য গঠিত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ধর্মান্ধ নন, মুম্বাইয়ের কুইন মেরি হাই স্কুলে নিজের পড়াশুনো সম্পূর্ণ করেছিলেন এবং পরে সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে নিজের বি.কম ডিগ্রি অর্জন করেন। তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে এমবিএ করেছেন।
বেতন তুলনামূলকভাবে অত্যন্ত কম হওয়ার কারণে অনেকেই এই নির্বাচক প্রদানের কাজের সঙ্গে যুক্ত হতে চান। এরপর আগারকার বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছিলেন যে তিনি এই কাজের সঙ্গে যুক্ত হতে চান যদি তারা বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা করতে রাজি থাকেন। বিসিসিআই তার প্রস্তাবের সম্মতি দিলেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচিংয়ের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করেন প্রাক্তন ভারতীয় পেসার। তার সামনে প্রথম কাজ হলো ওয়েস্ট ইন্ডিজ শহরের টি-টোয়েন্টি দল বাছা। এরপর একে একে এশিয়া কাপ, বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের মতন চ্যালেঞ্জগুলি সামলাতে হবে তাকে।