বিদেশের মাটিতেও পশ্চিমবঙ্গের জয়জয়কার! ১০ বছরের বাংলার মেয়ের গুণে মুগ্ধ আট থেকে আশি

বাংলাহান্ট ডেস্ক : যোগাসনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাপ অনুষ্ঠিত হয়েছিল ব্যাংককে (Bangkok)। সেই প্রতিযোগিতার দুটি ইভেন্টে দুটি সোনার মেডেল জিতল ১০ বছরের ছোট্ট আরোহী দে। বাংলার আরোহী ট্রাডিশনাল যোগাসন এবং আর্টিস্টিক সোলো ইভেন্ট দুটিতে চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়নশিপ হয়ে অর্জন করেছে দুটি সোনার মেডেল।

আরোহী দে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা। মাত্র সাড়ে তিন বছর বয়সে যোগাসন শেখার জন্য সে ভর্তি হয় পাড়ার ক্লাবে। এরপর সে গত বছর যোগদান করে কোন্নগরে প্রখ্যাত যোগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের একাডেমিতে। গৌরাঙ্গ সরকার নিজের হাতে তৈরি করেছেন আরোহীকে। একটু একটু করে প্রতিভার সঞ্চার করেছেন ছোট্ট এই খুদের মধ্যে।

মাত্র এক বছরের প্রচেষ্টাতেই গুরুর সম্মান রাখল আরোহী। আরোহীকে এত কম বয়সে যোগাসনে ভর্তি করানোর ব্যাপারে তার মা সুবর্ণা দে জানিয়েছেন, “ছোট থেকে ওর শারীরিক গঠন সুন্দর ছিল। স্থির ভাবে থাকতো না। শরীরের বিভিন্ন অঙ্গ ও মোচড় দিতে পারত। তা দেখে ওর বাবা ক্লাবের যোগাসন ক্লাসে ভর্তি করে দেয়। তারপর ভর্তি করাই গৌরাঙ্গ সরকারের কাছে।”

arohi yoga

দমদমের ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমির পঞ্চম শ্রেণীতে পড়ে আরোহী। এর আগে সে একাধিক অন্তর্দেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সে পুরস্কারও পেয়েছে একাধিক। গত জুন মাসে আরোহী প্রতিযোগিতার জন্য পাড়ি দিয়েছিল বাংলাদেশ। তিন দিনের প্রতিযোগিতায় দু’টি ইভেন্টের একটিতে প্রথম এবং অন্যটিতে রানার্স হয় ছোট্ট এই খুদে। এবার ব্যাংককের মাটিতে দেশের নাম উজ্জ্বল করল সে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর