ধোনির মতোই ঠান্ডা মাথার ফিনিশার! তাও নেওয়া হয়নি দলে, BCCI-কে কড়া জবাব রিঙ্কু ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অজিত আগারকার (Ajit Agarkar) নতুন নির্বাচক প্রধান হওয়ার পর প্রথম কোনও ভারতীয় স্কোয়াড ঘোষণা করলো ভারতীয় দলের (Indian Cricket Team) নির্বাচক মন্ডলী। আর প্রথমবারেই একগাদা বিতর্কের জন্ম দিলো তাদের বেশ কিছু সিদ্ধান্ত। ভারত চলতি মাসেই ক্যারিবিয়ান সফর আরম্ভ করছে। জুলাইতে তারা সেই দেশে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

সেই স্কোয়াডগুলি কয়েক সপ্তাহ আগেই ঘোষিত হয়ে গিয়েছিল। এই দুটি সিরিজ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। আগস্ট মাসের ৩ তারিখ থেকে আরম্ভ হবে সেই সিরিজ। তারকা ক্রিকেটারদের বেশিরভাগই ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলছেন না এই বছর। তাই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে বেশ কিছু নতুন মুখকে ভারতীয় দলের হয়ে অভিষেক করতে দেখা যাবে, এমনটাই ছিল আশা।

সেই আশা কিছুটা পূর্ণ হয়েছে। ঘরোয়া ক্রিকেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা তিলক ভার্মা দলে সুযোগ পেয়েছেন। প্রত্যাশামতোই দলে রয়েছেন দুরন্ত ছন্দে থাকা যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরা। কিন্তু আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা রিঙ্কু সিং কেন সুযোগ পাননি সেই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ভালো ছন্দে থাকা জিতেশ কুমার, সাই সুদর্শনকেও দলে না দেখে অনেকে চমকে গিয়েছেন। সেই সঙ্গে দলে আবেশ খান, উমরান মালিকের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে।

rinkuuuuuu

বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে রিঙ্কু সিং-এর অনুপস্থিতির ব্যাপারটা কেউই মেনে নিতে পারছেন না। আইপিএলে ঠান্ডা মাথায় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ম্যাচ ফিনিশ করছিলেন তিনি। তার ঠান্ডা মাথায় ম্যাচ রিডিংয়ের ক্ষমতাকে অনেক ধোনির সঙ্গে তুলনা করেছিলেন। অনেকের মতে চেন্নাই সুপার কিংস বা মুম্বাই ইন্ডিয়ান্স-এর মতো দলে খেললে তাকে বাইরে রাখার কথা চিন্তাই করতো না বিসিসিআই। বিশেষ করে হার্দিক পান্ডিয়া কিছুটা ওপরের দিকে ব্যাটিং শুরু করার পর এই মুহূর্তে ভারতের প্রয়োজন রয়েছে। কিন্তু তাও রিঙ্কুকে সুযোগ না দেওয়ায় হতাশ অনেকেই।

ভারতীয় স্কোয়াড: ঈশান কিষান (উইকেটরক্ষক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিশ্নই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।

Reetabrata Deb

সম্পর্কিত খবর