বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের একাধিক চ্যানেল এবং সেই সব চ্যানেলে উপচে পড়ছে সিরিয়াল (Serial)। একটা সিরিয়াল শেষ হতে না হতেই তার জায়গা নেওয়ার জন্য তৈরি হয়ে থাকছে অন্য মেগা। যদিও মেগা সিরিয়াল এখন নামেই। টিআরপির দৌড়ে টিকে থাকতে গিয়ে মাত্র কয়েক মাস যেতে না যেতেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালগুলি। কিন্তু নিত্য নতুন সিরিয়াল এনেও স্টার জলসাকে টেক্কা দিতে পারছে না জি বাংলা।
ইদানিং বেশ কয়েকটি সিরিয়াল বন্ধের মুখ দেখেছে জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই। পরিবর্তে শুরু হয়েছে নতুন ধারাবাহিক। কিন্তু জলসাকে কোনো ভাবেই এঁটে উঠতে পারছে না জি এর সিরিয়ালগুলি। উপরন্তু সেরা পাঁচে প্রথম থেকে থাকা সিরিয়ালও হঠাৎ করে ছিটকে গিয়েছে। কিন্তু প্রথম স্থানটা পাকাপাকি ভাবে দখল করে রেখেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।
বেশ কয়েক সপ্তাহ ধরেই জলসার স্টার সিরিয়াল বাংলা সেরা হয়ে আসছে। সূর্য দীপা দর্শকদের প্রিয় জুটি হয়ে উঠেছে। এ সপ্তাহে ৮.৬ পয়েন্ট নিয়ে তালিকার টপে রয়েছে অনুরাগের ছোঁয়া। জি এর নতুন শুরু হওয়া সিরিয়াল ‘ফুলকি’ এই সপ্তাহেও টিআরপি ধরে রেখেছে। ৭.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই নতুন ধারাবাহিক।
তৃতীয় স্থানও রয়েছে জি এর দখলে। সেরা পাঁচের তালিকার তিন নম্বর জায়গাটা এখনো ধরে রাখতে পেরেছে ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। এ সপ্তাহে বড় চমক দেখিয়েছে স্টারের ‘হরগৌরী পাইস হোটেল’। ৭.১ পয়েন্ট নিয়ে জগদ্ধাত্রীর পরেই জায়গা হয়েছে জলসার এই মেগার। সেরা দশে মাঝে মধ্যে জায়গা পেলেও প্রথম পাঁচে উঠে আসা এই প্রথম হরগৌরী পাইস হোটেল এর।
পাঁচে একসঙ্গে রয়েছে ‘রাঙা বউ’ এবং ‘বাংলা মিডিয়াম’। দুটি সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৭। এই প্রথম ‘নিম ফুলের মধু’ জায়গা পেল না প্রথম পাঁচে। জি এর এই সিরিয়ালটি প্রথম থেকেই ভাল টিআরপি তুলে আসছে। কিন্তু এ সপ্তাহে অদ্ভূত ভাবে হরগৌরী পাইস হোটেলের কাছে হারল নিম ফুলের মধু।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৮.৬ (প্রথম)
ফুলকি- ৭.৯ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী- ৭.৫ (তৃতীয়)
হরগৌরী পাইস হোটেল- ৭.১ (চতুর্থ)
রাঙা বউ, বাংলা মিডিয়াম- ৬.৭ (পঞ্চম)
নিম ফুলের মধু- ৬.৬ (ষষ্ঠ)
পঞ্চমী- ৬.০ (সপ্তম)
সোহাগ জল- ৫.৫ (অষ্টম)
এক্কা দোক্কা- ৫.৩ (নবম)
সন্ধ্যাতারা- ৫.১ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (২.৯)
গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.৪)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- তৃতীয় (২.২)
ইমলি, ইয়ে হ্যায় চাহাতে- চতুর্থ (১.৯)
ফালতু- পঞ্চম (১.৮)