ভোটের মাত্র ২৪টা ঘন্টা আগে মারাত্মক অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর ! আজই শুনানি

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। রাত পোহালেই রাজ্যে গ্রাম বাংলার ভোট। বর্তমানে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী তোড়জোড়। আর এই সময়ে, ভোটের মাত্র ২৪টা ঘন্টা আগে শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী নিয়ে মামলা? নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, তার গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই নিয়েই হাইকোর্টে ছুটেছেন নেতা। সূত্রের খবর, আজ দুপুরেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, গতকাল কাঁথি থানার তরফে একটি নোটিশ দিয়ে শুভেন্দুকে বলা হয়েছে, নির্বাচনের দিনে সংশ্লিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না তিনি। উল্লেখ্য, পূর্বেই কমিশন ২২ জেলার পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা পান এমন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের বুথের এলাকার বাইরে অন্য কোনও জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে অবাধে বিচরণ করতে পারবেন না।

যদি সেই ব্যক্তি ভোটের প্রার্থীর হয় তাহলে তার জন্য ছাড় দেওয়া হবে বলেও উল্লেখ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর কমিশনের এই নির্দেশের পরই কাঁথি থানার তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিস দেওয়া হয়।

high court

আর তাতেই রেগে বোম শুভেন্দু। এই নোটিসকে চ্যালেঞ্জ ঠুকে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা। জানা যাচ্ছে আজ দুপুরেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার দ্রুত শুনানি হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর