বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম বড় ইন্ডাস্ট্রি হল বলিউড (Bollywood) ওরফে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। বছরে অগুনতি ছবি তৈরি হয় এখানে। তেমনি ইন্ডাস্ট্রির সদস্য সংখ্যাও কম নয়। প্রতিদিন বহু মানুষ এই ইন্ডাস্ট্রিতে পা রাখেন সফলতার জন্য। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে খুব কম জনই। অনেকে আবার সাফল্য পেয়েও স্বেচ্ছায় ত্যাগ করেন ইন্ডাস্ট্রি।
বলিউডেও রয়েছে এমন উদাহরণ। এমনো হয়েছে, ছবি ব্লকবাস্টার হিট হওয়ার পরেও বেমালুম বলিউড ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন নায়িকা। উদাহরণস্বরূপ একটি হিন্দি ছবি মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়েও শেষমেষ ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। অথচ এমন ব্লকবাস্টার হিট ছবি উপহার দেওয়ার পরেও হঠাৎ বলিউড ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী।
ছবিটির নাম ‘সিক্রেট সুপারস্টার’। আর সেই বহুল চর্চিত অভিনেত্রী হলেন জায়রা ওয়াসিম। মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল এই ছবি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি এতটাই হিট হয়েছিল যে সিনেপ্রেমীরা এখনো মনে রেখে দিয়েছেন জায়রার অভিনয়। শুধু দেশে নয়, বিদেশেও বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি। গোটা বিশ্বে মোট ৮৫৮ কোটি টাকার ব্যবসা করেছিল সিক্রেট সুপারস্টার।
আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও প্রযোজনা করেছিলেন এই ছবি। আমির অভিনয়ও করেছিলেন ছবিতে। বলিউডের সবথেকে বেশি ব্যবসা করা ছবিগুলির মধ্যে অন্যতম সিক্রেট সুপারস্টার। ছবির নায়িকা জায়রার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল।
এরপর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতেও দেখা গিয়েছিল জায়রাকে। কিন্তু ছবিটি মুক্তির আগেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। বলিউড ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন জায়রা। তাঁর শেষ ছবি মুক্তি পেলেও সেখানে উপস্থিত ছিলেন না তিনি। যদিও এই ছবিটি তেমন হিট হয়নি।
দঙ্গল ছবির সঙ্গে বলিউডে পা রেখেছিলেন জায়রা। আমিরের ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিও ব্লকবাস্টার হিট হয়েছিল। এরপরেই ফের আমিরের প্রযোজনায় সিক্রেট সুপারস্টার ছবিতে অভিনয় করেন জায়রা। এই ছবি তাঁর স্বল্প পরিসরের কেরিয়ারে বড় একটি মাইলফলক ছিল। কিন্তু শেষমেষ উজ্জ্বল কেরিয়ার ছেড়ে ধর্মের টানে ইন্ডাস্ট্রি ছেড়ে দেন জায়রা ওয়াসিম।