ছিল নীল-সাদা, হয়ে গেল কমলা! বন্দে-ভারতের নতুন লুক প্রকাশ্যে আনল রেল, রয়েছে বড় চমকও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেনটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু হয়েছে এই অত্যাধুনিক সেমি-হাইস্পিড ট্রেনের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অল্প কিছুদিনের মধ্যেই যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বন্দে ভারত। আর সেই কারণেই এই ট্রেনকে ঘিরে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।

সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এমনকি ওই সংক্রান্ত ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত, এখনও পর্যন্ত আমরা বন্দে ভারত এক্সপ্রেসের রঙ নীল-সাদা হিসেবে দেখেছি। তবে এবার ওই রঙেই পরিবর্তন আসতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নীল-সাদার পরিবর্তে কমলা এবং ধূসর রঙে দেখা যাবে বন্দে ভারতকে।

ইতিমধ্যেই, চেন্নাইতে স্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে দেশের ২৮ তম বন্দে ভারত ট্রেনটি তৈরি হয়েছে। আর ওই ট্রেনটিতেই নতুন রঙের বিষয়টি পরিলক্ষিত করা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতেই বন্দে ভারত ট্রেনগুলির নির্মাণ করা হয়েছে।

মূলত, রেলওয়ে বোর্ড অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের রঙের পরিবর্তনের বিষয়টিতে ভাবনাচিন্তা করেছিল। পাশাপাশি তারা এই বিষয়টিও মাথায় রেখেছিল যে, যাতে ট্রেনটির সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি নতুন রঙটিকেও ভালোভাবে বজায় রাখা যায়।

এর আগে বন্দে ভারতের ২৭ টি ট্রেনে নীল-সাদা রঙ পরিলক্ষিত হয়েছে। যেগুলি বন্দে ভারতের ক্ষেত্রে রীতিমতো একটি ট্রেডমার্ক তৈরি করেছে। এমতাবস্থায়, এই অত্যাধুনিক ট্রেনের নতুন রঙের বিষয়টি রেলপ্রেমীদের পাশাপাশি যাত্রীদের কাছেও নতুন উৎসাহের সৃষ্টি করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি মাসের শেষের দিকেই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে নতুন রঙ যুক্ত বন্দে ভারতটিকে পাওয়া যাবে।

পাশাপাশি, ওই ট্রেনটি যাতে প্রতিটি শর্ত ভালোভাবে পূরণ করতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়াটিও সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। মূলত, আমাদের দেশের রেল নেটওয়ার্কে বন্দে ভারত এক্সপ্রেস তার অত্যাধুনিক প্রযুক্তি এবং গতির জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেন প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিমি বেগে চলতে পারে। ইতিমধ্যেই আমাদের রাজ্যেও তিনটি রুটে সফর শুরু হয়েছে বন্দে ভারতের।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর