“পাকিস্তানকে করতেই হবে, নয়তো….” বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ সম্পর্কে চমকে দেওয়া মন্তব্য সৌরভের!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল অর্থাৎ ৮ ই জুলাই নিজের ৫১ তম জন্মদিন উদযাপন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন থেকে শুরু করে বর্তমান যুগের অনেক ক্রিকেটাররাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে নিজের নতুন উদ্যোগ হিসাবে একটি এডুকেশনাল অ্যাপও লঞ্চ করেছেন মহারাজ। তবে এসবের মধ্যে থেকেও ক্রিকেটকে খুব দূরে রাখছেন না বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন সভাপতি।

ক্রিকেট সংক্রান্ত নানান বিষয়ে তার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে ক্রিকেটবিশ্ব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট চার দেশ কারা হতে চলেছে সেই সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন। সৌরভ ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিশ্চিত ভাবেই সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে বলে মনে করেছেন। চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড বা পাকিস্তানের মধ্যে একটি দেশকে ফেভারিট হিসেবে দেখছেন সৌরভ।

sourav pak

সৌরভ ব্যক্তিগতভাবে চান যে পাকিস্তান সেমিফাইনালে উঠুক। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, “পাকিস্তানকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতেই হবে। তাহলে ইডেন গার্ডেন্সে আমরা উত্তেজনামূলক ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে পাবো।” প্রসঙ্গত এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ভারত উঠলে সেই ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু সেমিফাইনালে যদি ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় তাহলে ম্যাচটি হবে কলকাতার ইডেনে। কারণ সুরক্ষাজনিত কারণ দেখিয়ে মুম্বাইয়ে কোন ম্যাচ না খেলার শর্তে বিশ্বকাপে যোগ দিতে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের দর্শক ধারণা সংখ্যা ৬৭,০০০। যদিও বাকেট সিট বসানোর আগে ইডেনেও এক লাখ লোক একসঙ্গে বসে খেলার আনন্দ উপভোগ করতে পারতেন। ইডেনও আসন্ন ওডিআই বিশ্বকাপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। কিন্তু ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর কোনও সর্বোচ্চ মানের ম্যাচ আয়োজন করেনি কলকাতার এই স্টেডিয়াম। তবে এবার যদি হাইভোল্টেজ ভারত-পাক সেমিফাইনাল কলকাতার এই বিখ্যাত স্টেডিয়ামে আয়োজিত হয় তাহলে সমর্থকদের আফসোস থাকবে না আর।

সিএবির সঙ্গে যুক্ত না হলেও একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌরভ দাবি করেছেন আসন্ন বিশ্বকাপ সম্পূর্ণ হওয়ার পরেই ইডেনের দর্শক আসন বৃদ্ধি করার কাজ শুরু হবে। ইডেনেও এক লাখের বেশি লোক আবার বসে একসাথে খেলা দেখতে পারবেন এবং হয়তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকাসন সংখ‍্যাকে টেক্কা দেবে বাঙালির সাধের ইডেন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর