দেওয়ালে পিঠ! বিরোধীরা নয় এবার সন্ত্রাসের অভিযোগ তুলে এই বুথগুলিতে পুননির্বাচনের দাবি তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক : গতকাল শনিবার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ভোটগ্রহণে রাজ্য (West Bengal) জুড়ে চলেছে অশান্তি। ভোট মিটে গেলেও অশান্তি কমেনি। চরম বোমাবাজি চলছে বেশ কিছু জায়গায়। চরম হিংসার মধ্যে হওয়া এই নির্বাচনে ভোটদানের হার মারাত্মক রকম কম। সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসক – বিরোধী দুপক্ষের বিরুদ্ধেই।

এরই মধ্যে ভোট বাতিলের দাবিতে সরব হয়েছে বিজেপিসহ একাধিক বিরোধী দল। এবার একই সুরে রাজ্যে একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিরোধীদের প্রবল সন্ত্রাসে বেশ কিছু এলাকায় সাধারণ মানুষ ভোটই দিতে পারেনি। তাই সেই সমস্ত এলাকায় পুনরায় নির্বাচন করতেই হবে।

   

tmc flag

রবিবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের এক মুখপাত্র জানান, ‘বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাস ও ছাপ্পার অভিযোগ এনেছেন। সেই সব খতিয়ে দেখে দলের তরফে পুনর্নির্বাচন দাবি করা হবে। তবে কোন কোন জায়গায় পুনর্নির্বাচন চাইবে দল তা এখনো ঠিক হয়নি।’

তৃণমূলের মুখপাত্রের এই মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি পঞ্চায়েত নির্বাচনের ফলে বড়সড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল। সেকথা অনুমান করেই আগে থেকে বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ চাপিয়ে রাখছে শাসকদল। যে রাজ্যে শাসকদলের নেতার নির্দেশ ছাড়া পুলিসের চোখের পাতা পড়ে না।

এদিকে বিরোধী পক্ষের শাসকদলের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা দিতে দেখা যায় পুলিসকে। যেখানে খোদ প্রিসাইডিং অফিসারকে ছাপ্পা দিতে দেখা যায়, সেখানে কি হারের আশঙ্কা করছে তৃণমূল?

Avatar
Sudipto

সম্পর্কিত খবর