বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রে সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের (Savings Account) নাম। আর এই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনও খুব সহজেই করা যায়। শুধু তাই নয়, সঞ্চয় করার ক্ষেত্রেও সেভিংস অ্যাকাউন্ট খুবই কার্যকরী।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোন ধরনের অ্যাকাউন্টেই কিন্তু একটি নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখতে হয়। তবে অনেক সময়ই আমরা দেখেছি যে ন্যুনতম ব্যালেন্স না থাকলে যতটুকু টাকা থাকে তা ব্যাঙ্ক কেটে নেয়। যার জেরে অনেক সমস্যার সম্মুখীণ হতে হয় সাধারণ মানুষকে। সেভিংস অ্যাকাউন্টও কিন্তু তার ব্যতিক্রম নয়।
কিন্তু শুধু যে নূন্যতম ব্যালেন্স নিয়ে সতর্ক হওয়া জরুরি তাই নয়, সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যেতে পারে সেই বিষয়েও স্বচ্ছ ধারনার দরকার। অন্যথায় একটি সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ টাকা রাখার সীমা অতিক্রম করলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। এখন প্রশ্ন হল, আপনি কি জানেন সেভিংস অ্যাকাউন্টে মানুষ কত টাকা রাখতে পারে?
মূলত চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট অ্যাকাউন্ট, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট এবং প্রিপেইড ডেবিট কার্ড অ্যাকাউন্টে সব মিলিয়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা রাখতে পারেন। তবে, সর্বোচ্চ টাকা রাখার সীমা কতটা কী রয়েছে সেই বিষয়ে আগে থেকেই ব্যাঙ্কের কর্মচারীদের থেকে জেনে নেওয়া উচিত।