বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে রেলকে বলা হয় লাইফ লাইন। আমাদের দেশের অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য বেছে নেন রেলকে। তবে রেলের পর সবথেকে বেশি যাত্রী পরিবহনকারী মাধ্যম হিসেবে নিজের জায়গা দখল করে নিয়েছে বাস। এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে রেলের মাধ্যমে সরাসরি পৌঁছানো সম্ভব নয়।
সেই সব জায়গায় যাত্রীদের যেতে হলে ভরসা রাখতে হয় বাসের (Bus) উপর। আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের বাস চলাচল করে। শহরের মধ্যে চলাচল করে লোকাল বাস। এছাড়াও এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য রয়েছে দূরপাল্লার বাস। এবার সরকারি তরফে একটি নতুন রুট চালু করা হল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে।
হাবরা থেকে সোজা দুর্গাপুর আসানসোল বাস পরিষেবা চালু করল সরকার। হাবরা থেকে যে সকল যাত্রী বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল ইত্যাদি জায়গায় যান তাদের জন্য এই বাস পরিষেবা খুবই উপকারী হবে। পূর্বে এই রুটে সরকারি বাস চলাচল করত। যদিও পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। যাত্রীদের চাহিদায় ফের নতুন করে শুরু হল এই রুটটি।
WBTC’র (West Bengal Transport Corporation) এই বাসের রুট নম্বর E41। যারা নিয়মিত অফিস ও স্কুল-কলেজের জন্য বাসে করে যাতায়াত করেন তাদের কথা মাথায় রেখে ভোরবেলা থেকে এই বাস পরিষেবা দেবে। এই রুটের বাসটি হাবরা থেকে প্রথম ছাড়বে ভোর ৪:৫৫ মিনিটে। অশোকনগর কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, বালি, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর সিটি সেন্টার, রানীগঞ্জ হয়ে আসানসোল পৌঁছাবে E 41।
অপরদিকে আসানসোল থেকে এই বাসটি হাবরার দিকে রওনা দেবে দুপুর ১:৫৫ মিনিট নাগাদ। যাত্রীরা এই বাসের টিকিট কাটতে পারবেন অনলাইন মাধ্যম থেকে। এছাড়াও অফলাইন মাধ্যমে এই বাসের টিকিট কাটা যাবে। পুরনো এই বাসের রুটের পরিষেবা পুনরায় শুরু হওয়ার জন্য উপকৃত হবেন যাত্রীরা। বলে রাখা ভালো এতদিন পর্যন্ত সরাসরি হাবরা থেকে আসানসোল যাওয়ার জন্য সরাসরি কোনও রুট ছিল না।