বন্দে ভারতের পর ফের নয়া চমক রেলের! এবার হেরিটেজ রুটের জন্য বিশেষ ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) গত শনিবার একটি বিশেষ ট্রেনের উদ্বোধন করেছেন, যা সারা দেশের হেরিটেজ রুটগুলিতে চলবে। MGR সেন্ট্রাল রেল স্টেশনে স্টিম লোকো ট্রেন হিসেবে পরিবর্তিত একটি ট্রেন পরিদর্শনের পরে রেলমন্ত্রী জানান যে, আগামী মাসগুলিতে ঐতিহ্যবাহী রুটগুলিতে এহেন ট্রেন চালু করা হবে।

অশ্বিনী বৈষ্ণব জানান, এবার “হেরিটেজ স্পেশাল” নামে একটি নতুন কনসেপ্ট চালু করার পরিকল্পনা করেছে রেল। যার থিম হিসেবে থাকবে “স্টিম ইঞ্জিন”। রেলমন্ত্রীর মতে, “আমরা সবাই জানি যে স্টিম ইঞ্জিন আমাদের কাছে আবেগের মাধ্যমে সংযুক্ত। যদিও এটি এখন চলছে না, তবে, আমরা ভেবেছিলাম একটি নতুন ধারণা তৈরি করতে পারি যা স্টিম ইঞ্জিনের মতো দেখালেও প্রকৃতপক্ষে বিদ্যুৎ দ্বারা চালিত হয়।”

তামিল ভাষায় ভাষণ শুরু করে মন্ত্রী জানান, এই বিশেষ ধারণাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উপস্থাপন করা হয়েছিল এবং তিনি (প্রধানমন্ত্রী) “বিরাসাত ভি, বিকাশ ভি” ধারণাটিতে বিশ্বাস করেন। যার অর্থ হল “ঐতিহ্য” এবং “উন্নয়ন” একত্র হওয়া উচিত। রেলমন্ত্রী বলেন, “এই নতুন ধারণাটি হেরিটেজ স্পেশাল হিসাবে তৈরি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই টেকনিক্যাল অফিসার, স্টাফ এবং গোল্ডেন রক রেলওয়ে ওয়ার্কশপ, তিরুচিরাপল্লী, পেরাম্বুর এবং আভাদিকে যাঁরা এই ধারণাটি তৈরিতে বিশেষ অবদান রেখেছেন।”

এদিকে, এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিশেষ ট্রেনটি প্রথমে দীর্ঘ হেরিটেজ রুটগুলিতে পরীক্ষা করা হবে এবং পরে এটি দুই-তিন মাসের মধ্যে পর্যটকদের জন্য নিয়ে আসা হবে। এই প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব জানান, “আমরা প্রথমে এটি পরীক্ষা করব এবং তারপরে এটি আরও উৎপাদন করব। ইতিমধ্যেই, আমাদের গ্রাউন্ড পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। আমরা এর জন্য সেফটি সার্টিফিকেটও পেয়েছি। এবার এটি দীর্ঘ রুটে চালানো হবে এবং তারপরে এটিকে রেগুলার কমার্শিয়াল অপারেশনে নিয়ে যাওয়া হবে।”

অশ্বিনী বৈষ্ণব বলেন, মন্ত্রক প্রাথমিকভাবে এই বিশেষ ট্রেন চালু করার জন্য সারা দেশে জনপ্রিয় হেরিটেজ রুটগুলি খতিয়ে দেখবে। এদিকে, এই ধারণাটির ক্ষেত্রে আর্থিক খরচের বিষয় তিনি জানান, “এটি বিদ্যমান জিনিসগুলির একটি পরিবর্তন। বয়লারটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। বিষয়টি খুব একটি ব্যয়বহুল নয়”।

Railway Minister inaugurates special train for heritage route

এদিকে, এই বিশেষ ট্রেনে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিকিউটিভ চেয়ার কার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্যান্ট্রি এবং রেস্টুরেন্ট কার থাকবে। পাশাপাশি ওই চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে থাকবে ৪৮ টি করে আসন। পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই ওই কোচগুলিকে তৈরি করা হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর