বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ বছরের অপেক্ষা! তারপর নির্বাচন আর আজ তার ফলাফল। বন্দি ব্যালট বাক্স থেকে বেরিয়ে আসছে জনমত। যদিও সেই গণতন্ত্রের উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার চলেছে বাংলায়। হিংসা, অশান্তি, ছাপ্পা, প্রানহানি কিছুই বাদ যায়নি। এর জেরে গতকাল রাজ্যের ১৯টি জেলাতে হয় পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)।
উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে রাজ্যের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন করা হয়। আজ সেই পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ। সকাল ৮ টায় শুরু হয়ে গিয়েছে গণনা। যদিও এসবের মধ্যে অশান্তি অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব বিরোধীরা। অন্যদিকে এসবের মধ্যেই এখনও পাওয়া খবর অনুযায়ী গ্রাম বাংলায় জয়জয়কার জোড়াফুলের। চমকে দিচ্ছে বিজেপিও।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত গণনা শেষে গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল। তৃণমূল এগিয়ে আছে ৬০১টি আসনে, ১৩০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, সিপিএম এগিয়ে ৪ আসনে। ধীরে ধীরে চিত্রটা আরও পরিষ্কার হবে। তবে এই পরিসংখ্যান দেখে ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের বিজয় উল্লাস। সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠেছেন জোড়াফুল কর্মী-সমর্থকরা।
অন্যদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৭৬টিই গিয়েছে তৃণমূলের ঝুলিতে। অন্যদিকে চলছে ভোটগণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতে ৩৩২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
লেটেস্ট আপডেট : সবমিলিয়ে সকাল ১২টা পর্যন্ত গণনা শেষে,
তৃণমূলঃ জয়ী-৯৪২, এগিয়ে-২৫৯০
বিজেপিঃ জয়ী-১০৩, এগিয়ে-৬৬৪
সিপিএমঃ জয়ী-৪৭, এগিয়ে-৫৫৮
কংগ্রেসঃ জয়ী-২৬, এগিয়ে-১৬৭ টি আসনে।
সর্বশেষ আপডেট পেতে পেজটি রিফ্রেশ করুন।