ভারতে লঞ্চ হল সবথেকে সস্তার দুর্ধর্ষ ফিচার্সের এই ফোল্ডেবেল স্মার্টফোন! চিন্তায় ঘুম উড়ল Samsung-র

বাংলা হান্ট ডেস্ক: দিন দিন বেড়েই চলেছে ফোল্ডেবল ও ফ্লিপ ফোনের বাজার। গুগলের পর এবার সম্প্রতি দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে লেনোভো অধিকৃত সংস্থা মটোরোলা (Motorola)। কোম্পানির এই নতুন ফোনটি মূলত ফোল্ডেবল ফোন সিরিজ। এই সিরিজের নাম দেওয়া হয়েছে Motorola Razor 40, যার অধীনে Razor 40 এবং Razor 40 Ultra নামের দুটি ফোন লঞ্চ হতে পারে।

বর্তমানে দিনে স্টাইল ও ডিজাইনের দিক থেকে কোনও স্মার্টফোন কোম্পানি পিছিয়ে থাকতে চায় না। আর এই প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে রয়েছে Samsung এবং OnePlus-এর মতো কোম্পানিগুলি। তবে Motorola-এর এই নতুন সিরিজ বাকিদের কড়া টক্কর দেবে বলেই ধারণা।

esor5ful3fyjk4puoaexyi

Motorola Razr 40 সিরিজের দাম : শোনা যাচ্ছে চলতি মাসেই বাজারে চলে আসবে এই নতুন গ্যাজেট। খুব সম্ভবত আগামী 15 জুলাই থেকে ই-কমার্স সাইটে উপলব্ধ হবে ফোনটি। Razr 40-এর দাম রাখা হয়েছে 59,999 টাকা এবং Razr 40 Ultra 89,999 টাকায় পাওয়া যাবে

Motorola Razr 40 সিরিজের বৈশিষ্ট্য : ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 8 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাটিরর কথা বললে, 4,200 mAh এর ব্যাটারি রয়েছে এবং তাতে রয়েছে 30 W ফাস্ট চার্জিং।

অন্যদিকে, আমরা যদি Motorola Razor 40 Ultra সম্পর্কে কথা বলি, তাহলে এটির বাইরে 3.6-ইঞ্চি স্ক্রীন রয়েছে যেখানে মূল ডিসপ্লে 6.9 ইঞ্চি। এই স্মার্টফোনটিতে 3,800 mAh ব্যাটারি পাওয়া যাবে। পাশাপাশি থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়া 8 জিবি RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর