বাংলা হান্ট ডেস্কঃ হিংসা, অশান্তি, ছাপ্পা, প্রানহানি! এই সবকিছুর মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচন। আর আজ তার ফলাফল। বন্দি ব্যালট বাক্স থেকে বেরিয়ে আসছে জনমত। সকাল ৭টা থেকে চলছে ভোটগণনা। আর ঘড়ির কাঁটা যখন ১২ টায় তখনই চিত্রটা অনেক জায়গায় পরিষ্কার। গ্রাম বাংলার ভোটে জোড়াফুলের জয়জয়কার। আর এবারের ভোটে ইতিমধ্যেই জয়ী হয়ে যে তৃণমূল প্রার্থী এখন সংবাদের শিরোনামে তিনি আর কেও নন, বীরভূম দুবরাজপুরের শিবঠাকুর মণ্ডলের স্ত্রী।
‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলাকারী শিবঠাকুর মণ্ডল। এবছর বীরভূমের (Birbhum) বালিজুরি পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী (TMC Candidate) হয়ে টিকিট পেয়েছিলেন শিবঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডল। আজ ভোট গণনার পর জানা যায়, ওই কেন্দ্র থেকে তৃণমূলের হয়েছে জয়ী হয়েছেন লিপিকা। খুশির জোয়ার ‘মণ্ডল’ পরিবারে।
অন্যদিকে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! গতকালই এনআইএ-র (NIA) হাতে গ্রেফতার হয়েছেন নলহাটির তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। আজ ফল বেরোতেই দেখা গেল বীরভূমের নলহাটির বানিওর গ্রাম পঞ্চায়েত থেকে জয়ী হয়েছেন অভিযুক্ত সেই মনোজ। সূত্রের খবর, ৩০৯ ভোটে জয়ী হয়েছেন তিনি।
আর নেতার এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তার অনুগামী এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে সেই নিজের জয়ের সেই মিছিলে অনুপস্থিত মনোজ নিজেই। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পরই প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই প্রার্থী।
প্রথমে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরই সোমবার এনআইএ গ্রেফতার করে নলহাটির এই তৃণমূল প্রার্থীকে। আজ আর ফল বেরোতেও দেখা গেল নিজের পঞ্চায়েতে বিরোধীদের হারিয়ে জয়ী সেই মনোজই।